নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের একটা লক্ষ্যণীয় পার্থক্য হলো, তত্ত্বাবধায়ক সরকারের আমলে সরকারি অফিস আদালতে দুর্নীতিবাজরা ভীষণ অস্বস্তিতে পড়েছিল; কিছুদিনের জন্য দুর্নীতি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল বলা চলে।
এদিকে, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ঘুষখোররা কিছুটা সাবধানে অপকর্মটা করছে, মানে, ঘুষ লেনদেন বন্ধ হয়নি। এটি আমার কথা নয়, দেশে কয়েক সুহৃদের সাথে কথা বলে তেমন খবরই পেলাম। অনেকে বলছেন, দুর্নীতিবাজরাই এখনো সরকারি দপ্তরে ছড়ি ঘুরাচ্ছেন।
সরকারি কর্মচারীরা ঘুষ নিতে ভয় পাবে তেমন পরিবেশ তৈরী করতে না পারলে কোন সংস্কারই মাঠ পর্যায়ে সুফল বয়ে আনবে না। একাডেমিক রিসার্চ পেপার তৈরী আর রাষ্ট্র পরিচালনা এক নয়। তাই, সময় নষ্ট না করে কিছু কাজের কাজ করুন।
সরকার পরিবর্তনের যে অভাবনীয় সুযোগ এসেছে তা ষোলোআনায় কাজে লাগান। এতে ব্যর্থ হলে উপদেষ্টাবৃন্দই তোপের মুখে পড়বেন সবার আগে।
২| ১৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৩
নতুন বলেছেন: একাডেমিক রিসার্চ পেপার তৈরী আর রাষ্ট্র পরিচালনা এক নয়। তাই, সময় নষ্ট না করে কিছু কাজের কাজ করুন।
যারা একাডেমিক রিসার্চ পেপার তৈরি করে তারা অবশ্যই রাস্ট্র ভালো ভাবে পরিচালনা করতে পারার কথা।
যদি চান্দাবাজী, দূনিতি, গুম, হত্যা, দখলবাজীতে যারা এক্সপার্ট তারা দেশ চালাতে পারে, তাহলে পিএইডি করা মেধাবীরা অবশ্যই ভালো করার কথা।
সমস্যা হইলো দূনিতিবাজেরা ভালো মানুষকে ক্ষমতায় রাখতে চায় না। জনগনের উচিত হবে, এই সরকারকে সাহাজ্য করা যাতে দূনিতি করলে সাজা হয় এমন পরিবেশ সৃস্টিকরে যেতে পারে এই সরকার।
নতুবা আবারো নতুন সরকার এসে শেখ হাসিনার মতনই দানবে পরিনত হবে।
৩| ১৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অন্যায় অপকর্ম কোথাও বন্ধ হয়নি, পুরো বন্ধ করতে গেছে সরকারের পতন হবে কারণ ১৬ বছরে সব যায়গাতেই আম্লিগ বসেছে অর্থাৎ লোম বাছতে গেলে কম্বল উজাড় হয়ে যাবে। তবে এটা ঠিক ব্যর্থ হলে উপদেষ্টাবৃন্দই তোপের মুখে পড়বেন সবার আগে।
৪| ১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:১৩
কামাল১৮ বলেছেন: নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া বিকল্প আর কোন পথ নাই।
৫| ১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৫০
মামুন ইসলাম বলেছেন: ডঃ মুহাম্মদ ইউনূস সাহেব একজন ভদ্রলোক উনাকে দিয়ে রাজনীতি হবে না।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১:০৬
সোনাগাজী বলেছেন:
আপনি দেশে এসে চিটাগং'এর মানুষ ড: ইউনুসকে সাহায্য করার দরকার আছে।