নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

= দাওয়াত বা কোন অনুষ্ঠানে খাবার গ্রহণের সময় যে কটি বিষয় আপনার বিবেচনায় রাখা দরকার =

১৪ ই অক্টোবর, ২০২৪ ভোর ৪:২৩



১. দ্রুত খাবার গ্রহণের অভ্যাস থাকলে তা কিছুটা ধীর বা প্রলম্বিত করার চেষ্টা করুন যাতে অন্য সবার বেশ আগেই আপনার খাওয়া শেষ হয়ে না যায়।

২. কোন আইটেম খুব সুস্বাদু বা মজার হয়েছে দেখে সে আইটেম পুনরায় পাতে নেবার আগে দেখুন এতে অন্য কেউ বঞ্চিত হবেন কিনা। অতিরিক্ত সরবরাহ থাকলে অবশ্যই আবার নিতে পারেন।

৩. ঠোঁট দুটো বন্ধ করে বাইর হতে আপনার খাবার চিবানো দেখা না যায় মতো করে খান। পানি পান করার সময়ও যেন ঢকঢক করে না গেলেন।

৪. খাবার গ্রহণকালে অনেকে খানিক পরপর আঙ্গুল চুষেন। আনুষ্ঠানিক পরিবেশে এটি দৃষ্টিকটু।

৫. আপনার পাতে ভাত, মাংস বা তরকারি বেশি হয়েছে বলে সেখান থেকে মুঠো করে পাশেরজনের থালায় যেন তা শেয়ার না করেন।

৬. খাবার গ্রহণকালে খুব মনোযোগ দিয়ে, অর্থাৎ কারো সাথে কোনপ্রকার কথাবার্তা না বলে খাওয়া অশোভন। আপনার কাছাকাছি যারা বসেছেন তাদের সাথে মৃদু বাক্য বিনিময় করুন।

৭. যেটুকু খেতে পারবেন তার বেশি খাবার প্লেটে নেবেন না। অন্যথায়, একদিকে যেমন খাবারের অপচয় হয়, অপরদিকে তেমনি হোস্ট-এর প্রতি অবিচার হয়।

৮. খাবার গ্রহণের সময় বা তার পরে যে কোন প্রকারের সমালোচনা, যেমন লবন বেশি হয়েছে, তেল কম দিয়েছে, ইত্যাদি পরিহার করুন।

৯. আপনার পরিবারের কেউ একজন বিশেষ কারণে দাওয়াতে উপস্থিত হতে পারেননি বলে তার জন্য খাবার নিয়ে যাবার আবদার যথাসম্ভব এড়িয়ে চলুন।

১০. বিশেষ কারণ দেখিয়ে অন্য অতিথিদের আগমনের আগেই খাবার গ্রহণের অনুরোধ না করা সমীচীন। এতে আপনার হোস্ট বিব্রত হতে পারেন।

কথাগুলো ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:৪২

সোনাগাজী বলেছেন:




কত বছর কানাডায় থাকার পর, আপনি এই জ্ঞান অর্জন করলেন?

২| ১৪ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:১৯

আলামিন১০৪ বলেছেন: সোনা দা, খোঁচা মেরে কথা বলে শুধু শুধু..খাওয়ার এটিকেট অনেকে জানে না। তাদের জন্য এ পোস্ট

৩| ১৪ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৮

আজব লিংকন বলেছেন: আচ্ছা দাওয়াত খাওয়ার সময় যখন ক্যামেরা ম্যান ভিডিও করার জন্য আমার সামনে আসবে তখন কি করব?

৪| ১৪ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:

- ৬ নাম্বার সমসময় মানা যায় না।


৮. খাবার গ্রহণের সময় বা তার পরে যে কোন প্রকারের সমালোচনা, যেমন লবন বেশি হয়েছে, তেল কম দিয়েছে, ইত্যাদি পরিহার করুন।
- এই ক্ষেত্রে আমার বিবেচনা ভিন্ন। আমি যখন আমার বোনের বা ভাগনির বাড়িতে অথবা এমন এমন কোথাও খাই যেখানে পুনরায় খাওয়া হবে সেখানে যাই কম বেশী হয় তা পরিষ্কার জানিয়ে দেই। লবন একটু কম হলো আর আমি বললাম ভালো হয়েছে। তখন পরের বার গেলেও আমার বোন বা ভাগনি সেই কম লবনেই রান্না করবে আমার জন্য।

৫| ১৪ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৭

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: সুন্দর বলেছেন ভাই। এরকম সাধারন নিয়ম বা ভদ্রতা অনেকেই মানতে চান না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.