নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

সন্দেহভাজন দুর্নীতিবাজদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব হতে সরিয়ে দিতে হবে

০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ১১:২৪

অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব দীর্ঘ হবে না বলেই সবার অনুমান। বড় জোর তিন বছর বা তেমন কিছু হতে পারে। এতো স্বল্প সময়ে কোন আমলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তার পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন হবার কথা নয়।

দেশে চলমান ব্যুরোক্রেটিক সিস্টেমই তেমন তদন্ত শেষ হতে দেবে না। অধিকন্তু, কোন আমলার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হলে তারা দেশের সব আমলাকে জড়ো করে পেশী শক্তি দেখাতে চাইবেন।

একারণে, কোন আমলার বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক আলামত পাওয়া গেলেও তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হতে সরিয়ে দেয়া অত্যাবশ্যক। সন্দেহভাজন দুর্নীতিবাজদের গুরুত্বপূর্ণ পদে রেখে দেশকে দুর্নীতিমুক্ত করা ও দেশে সুশাসন কায়েম করা অসম্ভব।

মোটকথা, বর্তমান প্রেক্ষাপটে কেবল দীর্ঘ আইনি প্রক্রিয়ায় প্রমাণিত দুর্নীতিবাজদের নয়, সন্দেহভাজন দুর্নীতিবাজদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব হতে সরিয়ে দিতে হবে। ...

চলুন, আবু সাঈদ, মুগ্ধরা আত্মত্যাগের মাধ্যমে দেশের সিস্টেম পরিবর্তনের যে অমূল্য সুযোগ আমাদের দিয়ে গেছে তা কাজে লাগানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাই। অন্যথায়, তাদের অভিশাপে বাঙালি জাতি অভিশপ্ত হয়ে থাকবে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৩

সোনাগাজী বলেছেন:



আপনি বাংলাদেশে এসে, ড: ইউনুসকে সাহায্য করেন; উনি চিটাগাইংগা লোকজনকে খুঁজে বেড়াচ্ছেন।

২| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:০৫

জ্যাক স্মিথ বলেছেন: তাহলে তো গা উজাড় হয়ে যাবে।

০৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:১০

এমএলজি বলেছেন: সবাইকে নিজের মতো ভাবা কি ভালো?

৩| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:২৩

কামাল১৮ বলেছেন: সবার আগে আপনাকে উপদেষ্টা বানানো উচিত ছিলো।আপনি অনেক খাটাখাটনি করেছেন।

৪| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ২:০৩

সৈয়দ কুতুব বলেছেন: আমলাদের বাদ দিয়ে ছাত্রদের বসালে কেমন হয়? বিসিএস দেয়ার দরকার নাই। ছাত্ররা দেশ স্বাধীন করেছে তারাই যোগ্য।

০৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৮

এমএলজি বলেছেন: বিসিএস পরীক্ষা দেশ থেকে তুলে দেয়া উচিত। এটা চাকুরীক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করছে। উন্নতদেশগুলোতে সরকারি চাকুরীতে প্রবেশের জন্য এ ধরনের কোন পরীক্ষা দিতে হয়না। তাই বলে তারা কি পিছিয়ে আছে?

সকল চাকুরিজীবীই দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেখানে আবার ক্যাডার-নন ক্যাডার ইত্যাদি বৈষম্যমূলক বিভাজন কেন? বিভাজনের কারণে কিছু কর্মচারী অন্যদের চেয়ে নিজেদের কুলীন মনে করে কমপ্লেক্সে ভোগেন। এতে কর্মক্ষেত্রের পরিবেশ ব্যাহত হয়।

৫| ০৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪৮

আমি সাজিদ বলেছেন: একই প্রশাসনিক দুর্বৃত্তরাই ক্ষমতার আশেপাশে আছে। প্রশাসন ঢেলে না সাজালে এই বিপ্লবের কোনও স্বার্থকতা থাকবে না।

৬| ০৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪৯

আমি সাজিদ বলেছেন: *সার্থকতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.