নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

= বঙ্গমাতার জন্মদিন উদযাপন =

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:১০

আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি, শেখ হাসিনার মায়ের নাম শেখ ফজিলাতুন্নেছা। ১৯৩০ খিষ্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি-ও তিনি। তাঁর আরেক নাম বঙ্গমাতা। [ছবিতে মরহুমা শেখ ফজিলাতুন্নেছা।]

অন্যান্য বছরের মতো গেল বছরের অগাস্টেও দেশব্যাপী তাঁর জন্মবার্ষিকী পালন করা হচ্ছিল। আমার লেখক বন্ধু যথারীতি তার 'বড়ো আপা' হাসিনাকে 'বঙ্গমাতা স্মরণে পুষ্পার্ঘ দিতে' সেদিন তাঁর সাথে সাক্ষাতও করেছিলেন।

দিনটি ছিল ৮ই আগস্ট। আমার এক মুরুব্বি বাংলাদেশ থেকে কানাডা ফ্লাই করছিলেন সেদিন। বন্যায় রাস্তাঘাট তলিয়ে গেছে। তাই, ঢাকা এয়ারপোর্টে যাওয়া বেশ কঠিন হয়ে পড়েছিল। বোঝার উপর শাকের আঁটি হিসেবে সাথে কি যোগ হয়েছিল জানেন?

ছাত্রলীগ-যুবলীগ কিছুদূর পরপর রাস্তায় জটলা পাকিয়ে বঙ্গমাতার 'হ্যাপি বার্থডে' উদযাপন করছিলো হৈহুল্লোড় করে সেই হাঁটুজল বা (আমার মতো) খর্বাকৃতি মানুষের কোমর জলেই। সেদিন আনন্দ-উল্লাস না করার উপায়ও ছিল না; উপরের নির্দেশ বলে কথা। সে আমলের উপরওয়ালারা ছিলেন এতটাই বে-আক্কেল। [ওদের অনেকেই এখনও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে। তাড়িয়ে না দিলে আপনারা বিপদে পড়বেন।]

মুরুব্বির গাড়ির ড্রাইভার দরজা খুলে উল্লাসরতদের একজনকে ডেকে অনুনয়ের সুরে বললেন, 'খালাম্মা কানাডা যাচ্ছেন, এয়ারপোর্টে যাচ্ছি আমরা, একটু পথ করে দেয়া যাবে?'

পথ করে দেয়া তো দূরের কথা, পারলে গালে থাপ্পড় বসিয়ে দেয়। উচ্চস্বরে বকাবকিও করে বঙ্গমাতার জন্মদিনের গুরুত্ব যথাযথভাবে অনুধাবন না করার জন্য। একজন এও বলে বসে, 'এরা মনে হয় জামাত-বিএনপি, নইলে জন্মদিন পালন না করে এইদিনে বিদেশ যাবে কেন?' ...

যাক, কোনপ্রকারে প্ল্যানে চড়া সম্ভব হয়েছিল সেদিন। তবে পদে পদে ভোগান্তির অন্ত ছিল না। আমাদের মতো নিরীহ জনগণকে নীরবেই ওসব অত্যাচার সহ্য করতে হয়েছে সে আমলে। কারন, কথা বললেই বিপদ! এমন অসহনীয় অভিজ্ঞতা কেবল আমাদের নয়, কোটি বাংলাদেশির। ...

সময় পাল্টেছে। আজ আর সেদিন নেই। শুনলাম, স্বয়ং শেখ হাসিনার জন্মবার্ষিকী পালনই এখন একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে, বঙ্গমাতা তো দূর কি বাত! ক্ষমতায় থাকতে অতি বাড়াবাড়ির ফল এমনই হয়। বিধাতা মানুষকে ছাড় দেন, তবে ছেড়ে দেননা।

বর্তমানে যারা ক্ষমতায় আছেন, বা ভবিষ্যতে ক্ষমতায় আরোহনের স্বপ্নে বিভোর, তারা আমাদের পরিবারের এ ভোগান্তির অভিজ্ঞতা মনোযোগ দিয়ে পড়বেন, এবং তা হৃদয়ঙ্গম করার চেষ্টাও করবেন। ভগবান আমাদের সুমতি দিন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৪

ধুলো মেঘ বলেছেন: বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা হয় কি করে? ধরি কোন এক লোকের নাম বঙ্গ। তাঁর বন্ধু হলেন শেখ মুজিব, যার মায়ের নাম হল ফজিলাতুন নেসা। এখন মুজিব আর ফজিলাতুননেসার বিয়ে হল। এখন বঙ্গ নামে ব্যক্তি কি মুজিবকে বন্ধু ডাকবে, নাকি আব্বা ডাকবে? :||

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.