নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

= ট্র্যাপে ফেলে ঘুষখোর ধরলে কেমন হয়? =

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৪

হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতার মর্ম যথাযথ অনুধাবন করতে পারছেন না কিছু সরকারি কর্মকর্তা। তারা এখনো আগের আমলের মতো ঘুষ দুর্নীতিতে নিমজ্জিত থাকতে চান। আবু সাঈদ, মুগ্ধদের আত্মত্যাগ তাদের কাছে অর্থহীন।

তেমনই এক সরকারি কর্মকর্তা, ১৩শ ব্যাচের বিসিএস অফিসার শফিকুল ইসলাম, যিনি একজন কর কমিশনার। এক সেবাগ্রহীতার কাছ থেকে মোটা অংকের উৎকোচ গ্রহণ করলে তিনি তা প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরে জানান। অতঃপর বিষয়টি এনবিআর (রাজস্ব বোর্ড)-কে জানানো হলে তারা ঘটনার সত্যতা পেয়ে শফিক সাহেবকে সাময়িক বরখাস্ত করেন। ঘটনাটি কালকের পত্রিকায় এসেছে।

উপরের ঘটনায় ভুক্তভোগী প্রধান উপদেষ্টার অফিসে ঘটনা না জানালে অন্য হাজারো ঘুষ দেয়ানেয়ার ঘটনার মতো এটিও সবার অগোচরে থেকে যেত। প্রশ্ন জাগে, পরিবর্তিত পরিবেশেও একজন পদস্থ সরকারি কর্মকর্তা পুরোনো বাজে অভ্যাস বজায় রাখেন কিভাবে? তিনি কি তবে হাসিনার রেখে যাওয়া সিস্টেমের বাইরে গিয়ে নিজেকে বদলে ফেলার প্রয়োজনীয়তা অনুভব করছেন না?

এই সেবাগ্রহীতার মতো সবার পক্ষে তো আর প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তর পর্যন্ত যাওয়া সম্ভব নয়। তেমন ক্ষেত্রে এসব দুর্নীতির ঘটনা কি সরকার বা সাধারণের অগোচরেই থেকে যাবে? তাহলে হাসিনা বা তার লুটেরা বাহিনীৰ পলায়নে কাজের কাজ হলোটা কি?

আমি মনে করি যেসব সরকারি অফিসে ব্যাপক দুর্নীতি হয় বলে গুঞ্জন রয়েছে সেখানে গোয়েন্দা সংস্থার কর্মচারিরা ছদ্মবেশী সেবাগ্রহীতা সেজে ট্র্যাপে ফেলে ঘুষখোরদের ধরার উদ্যোগ নিতে পারেন। এভাবে কয়েকডজন ঘুষখোর ধরা পড়লে অন্যরা দীর্ঘদিনের এ কুঅভ্যাস থেকে বেরিয়ে আসার কথা সিরিয়াসলি ভাববে। কেবল বক্তব্য, বিবৃতি বা উপদেশে বিদ্যমান পরিস্থিতির উন্নয়ন সম্ভব মনে হয়না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৩

সোনাগাজী বলেছেন:



"নতুন স্বাধীনতা" বলতে কিছু নেই, কানাডায় বসে বাংগালীদের পকেট কাটছেন, সেটা নিয়েই থাকেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪২

এমএলজি বলেছেন: বাঙালিদের পকেট কাটা বলতে আমি কি বুঝাতে চাইছেন? প্রমান দিন।
আমি এডমিনের কাছে এটি ব্যক্তি আক্রমণাত্মক ও আপত্তিকর প্রস্তাব হিসেবে বিবেচনার অনুরোধ জানাই।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০৫

প্রহররাজা বলেছেন: সাইদ কে মাথায় ইট মেরে খুন করসে, আর মুগ্ধ কে মিছিল থেকে গুলি করে মারা হয়েছে। লাভ অইসে শিবির আর ইউনুচের, আপনি ছাগলের তিন নাম্বার বাচ্চা হয়ে লাফাবেন৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.