নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ঘুষ লেনদেনে কিছুটা ভাটা পড়ায় ভূমি অফিসের লোকজন কাজকর্মে ইচ্ছাকৃতভাবেই স্লো বা ধীরগতির হয়ে পড়েছেন।
এ অবস্থায়, উন্নতদেশের আদলে টাইমশিট প্রথা চালু করা যেতে পারে। প্রত্যেক কর্মচারী দিনশেষে কর্মস্থল ত্যাগের আগে অনলাইনে রেকর্ড করবেন তিনি ঐদিন কি কি কাজ করেছেন।
টাইমশিট পূরণে দশ মিনিটের বেশি সময় লাগার কথা নয়। টাইমশিট দেখলেই বুঝা যাবে কোন টেবিলে কোন ফাইল কতদিন ধরে পড়ে আছে।
টাইমশিটের রেকর্ড নিয়মিত মনিটর করবেন উর্দ্ধতন কর্মকর্তা। পদোন্নতি বা অন্যান্য সুযোগসুবিধা প্রদানের ক্ষেত্রে এটি বিবেচনায় নেয়া যেতে পারে।
উদাহরণ: https://www.zoho.com/ca/invoice/what-is-a-timesheet/
২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২৩
শেরজা তপন বলেছেন: ঘুষ দিয়ে দুই নম্বরি পথে অতিদ্রুত কাজ করে কিছু গ্রাহকও মজা পেয়ে গেছে, এরাও যেমন করেই হোক নিজেরটা আগে করার জন্য কিছু অতিরিক্ত সুবিধা আদায়ের জন্য ঘুষ দিবেই। ঘুষ দেনেওয়ালাকেও ঠেকানো মুশকিল।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঘুষ দেয়া নেয়া দুটোই অপরাধ। এই দেশ থেকে এই নীতির পরিবর্তন হউক। যে যে টেবিলে বসবে চাকুরী নিয়ে সেটাকে তার দায়িত্ব মনে করতে হবে। কারণ এটাই তার হালাল রুজি রুজির একমাত্র সুন্দর পথ। ঘুষ নিয়ে বড়লোকী বেশী দিন টিকে না।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৮
আমি সাজিদ বলেছেন: চমৎকার প্রস্তাব। ঘুষ নেওয়া বা অন্যায়ের আশ্রয় নেওয়া কি আমাদের রক্তে মিশে গেছে একেবারে?
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৫২
আহলান বলেছেন: উর্দ্ধতনেরাই তো বিপাকে আছে ... অধস্থনদের মতোই ! বড় বিষয় হচ্ছে, হাসনাত বায়েরা জানে না, কত রকম ছলা কলায় তারা ঘুষ খায় এবং জনগনকে হেনস্থা করে। টাইম শিটের মাধ্যমে এক চুলও উন্নতি হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আইনের মাইর প্যাচে তারা মানুষের থেকে টাকা নেয়, ঘুষ খায় ... এমনি এমনি খায়? এমনি এমনি কেউ তাদেরকে টাকা সাধে!