নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

এস আলমের সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা দরকার যে কারণে

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৪৭


বিএনপি দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকায় কিছু নেতার ক্ষুধা চরমে। তারা মনে করেছিলেন, কোনোভাবে হাসিনাকে ক্ষমতাচ্যুত করা গেলে অনিবার্য বিকল্প হিসেবে বিএনপি দ্রুত ক্ষমতায় ফিরে আসবে। কিন্তু, নোবেলজয়ী প্রফেসর ইউনুস সরকার প্রধান হওয়ায় এবং দেশবিদেশে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতার কারণে বিএনপির দ্রুত ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দিনদিন ফিকে হয়ে আসছে। ফলে, অতি ক্ষুধার্ত দুর্নীতিবাজ চক্রটির আর তর সইছে না।

এই দুষ্টচক্র রাষ্ট্র ক্ষমতায় আরোহনের আগেই মোটা অংকের টাকা কামিয়ে নিতে এস আলমের বিলাসবহুল ১৪টি গাড়ি ও গাড়িগুলোর অভ্যন্তরে রাখা টাকাপয়সা, ধনদৌলত নিরাপদে সরানোর ব্যবস্থা করেছে বলে কোটি জনতা সন্দেহ করছেন। তাঁরা সম্ভবত আওয়ামীলীগের যোগসাজসে এ অপকর্মটি করেছেন। সিভিল প্রশাসন এবং পুলিশের কারোকারো এতে জড়িত থাকার সম্ভাবনাও নাকচ করে দেয়া যায় না।

এস আলম তথা আওয়ামীলীগের লুটপাট নিয়ে যখন সমগ্র বাংলাদেশ সোচ্চার, এবং লুন্ঠিত অর্থসম্পদ পুনরুদ্ধারে জাতি যেখানে সংকল্পবদ্ধ, ঠিক সে সময়ে এস আলম নামের ধিকৃত লুণ্ঠনকারীদের অবৈধ ধনসম্পদ সরিয়ে নিতে সহায়তা প্রদান জাতির সাথে বিশ্বাসঘাতকতা এবং গুরুতর একটি অপরাধ মনে করি। তারা অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন প্রকারান্তরে। যতোদ্রুতসম্ভব এদের গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত মনে করি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:২৮

কামাল১৮ বলেছেন: নির্বাচন দিতে এই সরকার যতবেশি দেরি করলে শনি তাদের ঘাড়ে চেপে বসবে।এই সরকারের কোন জনভিত্তি নাই।মানে কোন রাজনৈতিক দল নাই।আর্মির সমর্থন ছাড়া এই সরকার এক দিনও ক্ষমতায় থাকতে পারবে না।আর্মির ভিতর মেরুকরন চলছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:০৯

এমএলজি বলেছেন: জনগণ যতদিন ভালো মনে করে ততদিন এ সরকার দায়িত্বে থাকবে বলে প্রধান উপদেষ্টা জানিয়েছেন। তাঁর ঘোষণায় দেশের মানুষ খুশি।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৬

আহলান বলেছেন: সবাই যার যার আখের গোছানোর ধান্দায় আছে। আদতে সাধারণ জনগন কি এই লোভি রাজনীতি থেকে মুক্তি পাবে? আইনের শাষন কি আসলেই প্রতিষ্ঠিত হবে? কাদের দ্বারা হবে? এই প্রজাতন্ত্রের দ্বারা কি সম্ভব? তালেবান সরকারের মতো কট্টর সরকার ছাড়া দূর্ণীতির বিজ উপড়ে ফেলা কি সম্ভব? এস আলম এখনো কিভাবে গুন্ডা ভাড়া করার সামর্থ রাখে? তাকে তো গাছে উল্টো করে ঝুলিয়ে পিটানোর দরকার ছিলো আরো আগে ...সেটা কি এই প্রজাতন্ত্রের সরকার পারবে?

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৮

জ্যাকেল বলেছেন: হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আখেরে কি হইল?

কি লাভ হইল?
এইগুলো কি ভোগ করতে পেরেছে?
কিয়দংশ ভোগ করতে পারলেও ইজ্জত সম্মান, মানুষ হিসাবে বেঁচে থাকার যে সার্থকতা সেটা হারিয়ে কোন পর্যায়ে আছে এইসকল দুর্বৃত্ত রাজনীতিবিদ ব্যবসায়ীরা। এরপরেও যদি বিএনপির ঐসকল রাজনিতিবিদেরা না শিক্ষে নেন তাহলে তাদের মনে করিয়ে দিতে চাই-
আপনার সব অবৈধ ধন সম্পদ পৃথিবীতে রেখেই একদিন বিদেয় হইতে হইবে। সেইদিন গণনা হবে সৎকর্ম, অন্যকে সাহায্য করার রেকর্ড, আল্লাহ তাআলার প্রতি আনুগত্য।
দুনিয়াতে অন্য সরকার আসার আগেই ইন্তেকাল করে ফেললেও আল্লাহর হুকুম অগ্রাহ্য করে ক্ষমতার অপব্যবহারের হিসাব না দিয়ে কোন উপায় নাই। কোন ছাড় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.