নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

মাঝারি আকারের একটা ছাগল!

১৯ শে জুন, ২০২৪ সকাল ৯:৪০

২৭ বছর বয়সী এক তরুণ কানাডায় স্টাডি পারমিট (ভিসা)-এর জন্য আবেদন করছে আমার সহায়তায়। সে মাস দুয়েক আগে বিয়ে করেছে।

চট্টগ্রাম অঞ্চলে নতুন বিয়েশাদি হলে কুরবানীর সময় কনেপক্ষ বরকে সাধ্যমত এক বা একাধিক গরু উপহার দেন। সেও প্রায় দুইলাখ টাকা দামের এক মোটাতাজা গরু পেয়েছে বলে জানালো।

তরুণ মনের অনুসন্ধিৎসা বলে কথা। এক পর্যায়ে সে বিবাহের পর প্রথম কুরবানীতে আমি নিজে কি পেয়েছিলাম জানতে চাইলো।

উত্তরে 'মাঝারি আকারের একটা ছাগল' শুনে সে মুখ গম্ভীর করলো।

তার মুখে হাসি ফোটাতে আমি বললাম, তুমি কিন্তু কুরবানীর উপহার, মানে, গরু-ছাগল বিবেচনায় আমার চেয়ে অনেক এগিয়ে।

মন্তব্য শুনে সে হেসে খুন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২৪ দুপুর ১:২০

শায়মা বলেছেন: কোরবানি তো নিজের টাকায় দেওয়া উচিৎ। শ্বশুরবাড়ির উপহারে কোরবানী! ছি ছি ছি লজ্জাও কি নেই নাকি ?? :(

এই প্রথা এই যুগেও চলমান দেখে অবাক হই।

২| ১৯ শে জুন, ২০২৪ বিকাল ৪:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চট্টগ্রামে বিয়ে হলে ,ছেলে যদি ঐ এলাকার বাহিরে হয়
তাহলে চট্টগ্রামের রীতি অনুসারে অনেক উপটোকন দেয়া হয় ।

.....................................................................................
সুখের বিষয় হলো যে ,
আমার ছেলে চট্টগ্রামে বিয়ে করে ও একটি সুতাও উপহার নেয়নি ।
এই যুগে, শশুরবাড়ী থেকে গরু নিয়ে কোরবানী দিতে হবে এমন মানসিকতা
বর্তমান প্রজন্মের আছে বলে আমি বিশ্বাস করিনা ।
উল্লেখিত ঘটনা অবশ্যই একটি ব্যতিক্রম ঘটনা ।

৩| ১৯ শে জুন, ২০২৪ রাত ৮:২৪

ঢাকার লোক বলেছেন: বাংলাদেশেরই কোন এক অঞ্চলে শুনেছি বাড়িতে তিন বৌ থাকলে ঈদে কোন বৌয়ের বাপের বাড়ি থেকে বেশি উপঢৌকন আসে সে নিয়ে প্রতিযোগিতা হয়, এবং তার উপর নির্ভর করে বাড়িতে কার কত মান ইজ্জত! National Geographic এর এক ভিডিওতে দেখেছিলাম আফ্রিকার কোন এক দেশে মহিলারা পার্টিতে ঐদেশের টাকার নোট দিয়ে বানানো টুপি পরে, যার টুপিতে বেশি দামের নোট সে বেশি বড়লোক, তার ইজ্জত বেশি!
দুইটি প্রথার মাঝে কি অদ্ভুত একটা মিল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.