নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

ওরা আসলে পকেটমার চক্রেরই সদস্য --

০৬ ই জুন, ২০২৪ সকাল ৯:১৭

পকেটমাররা নাকি সবসময় সংঘবদ্ধ হয়ে কাজ করে। একেক গ্ৰুপে থাকে তিন-চারজন বা তারও বেশি। একজন কাটে পকেট, অন্যরা দেয় তাকে সাপোর্ট। ধরা পড়লে সাপোর্ট দরকার হয়, নইলে নয়।

পকেটমার কখনো ধরা পরে গেলে কিছু অতি উৎসাহী আগন্তুক দৌঁড়ে এসে তাকে এলোপাতাড়ি চড়থাপ্পড় দেয়। সাথে উচ্চঃস্বরে গালিগালাজ করে টেনে হেঁচড়ে তাকে জটলা হতে ছাড়িয়ে একদিকে নিয়ে যায়। ওরাই মূলতঃ সাপোর্টিং সদস্য। অবশেষে 'নাটকীয়' মারধর আর গালাগালির এক পর্যায়ে নিরাপদে পালাবার সুযোগ করে দেয় তারা পকেটমারকে। ...

সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচিত বেনজির আহমদ হলেন সেই পকেটমার। আর, জনসমক্ষে তর্জন গর্জন করে তাকে নিরাপদে পালাতে যারা সাহায্য সহযোগিতা দিয়েছে তারা প্রকারান্তরে ওই পকেটমার চক্রেরই সদস্য।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২৪ দুপুর ১:২১

রাসেল বলেছেন: মহামতি বুদ্ধকে একব্যক্তি অশ্রাব্য গালি-গালাজ করল। বুদ্ধ চুপচাপ শুনলেন। অবশেষে মহামতি বুদ্ধ বললেন, "এতক্ষন ধরে তুমি আমাকে যা (গালি-গালাজ) উপহার দিলে আমি তার কিছুই নিলাম না"। এই উদাহরণটি আপনার ব্লগের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে, তবে আমাদের মহান ব্যক্তিরা বুদ্ধদেবের মত আচরণই করছেন।

২| ০৮ ই জুন, ২০২৪ দুপুর ১:২৩

এস.এম.সাগর বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.