নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

ধর্ম ও বিজ্ঞান

২৫ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৪

করোনার (COVID) শুরুর দিকে আমি দেশবাসীর কাছে উদাত্ত আহবান জানিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যা শেয়ার হয়েছিল প্রায় ৩ হাজারবার। জীবন বাঁচাতে মরিয়া পাঠকবৃন্দ আশা করেছিলেন এ পোস্ট শেয়ারে কেউ একজন একটা সুখবর উপহার দিতে পারবেন হয়তো।

তাতে লিখেছিলাম, কোন ধর্মগ্রন্থে করোনা ঠেকানোর উপায় বলা থাকলে কেউ যেন তা আমাদের জানিয়ে দিয়ে মানুষের প্রাণ বাঁচাতে এগিয়ে আসেন। কেননা, প্রত্যেক ধর্মেরই কিছু অনুসারী দাবি করেন, ইশারা-ইঙ্গিতে বিজ্ঞানের সব কথাই ধর্মগ্রন্থে বর্ণিত থাকে।

কাজের কাজ হয়েছে হাজারোবার আমার ওই পোস্ট শেয়ার করা; মানুষের প্রাণ বাঁচানোর উপায় কেউ বাৎলে দিতে সক্ষম হননি। তাই প্রশ্ন জাগে মনে, ধর্মগ্রন্থে কি আসলেই সব বৈজ্ঞানিক আবিষ্কারের clue বা ইশারা লুকিয়ে থাকে, না এসব ধর্মকে বিজ্ঞান বানানোর অপচেষ্টামাত্র?

- আপনার কি মনে হয়?

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৭:৩১

কলাবাগান১ বলেছেন: পৃথিবীর সকল বিজ্ঞান ল্যাবগুলিকে শুধু ধর্ম গ্রন্হ রিসার্চ করার উপযোগী করা টা এখন সময় এর দাবী....

২| ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৮:০৭

অগ্নিবেশ বলেছেন: ব্লগের অশিক্ষিত মোল্লা, নাস্তিক এদের ক্থা বাদ। এই ব্লগে একজন শিক্ষিত পি এইস ডি মোল্লা আছেন, তার বক্তব্য শুনতে চাই। তিনি অবশ্য কোনো কথার সোজাসুজি জবাব দ্যান না। কাঠি করলেও রাগেন না। তিনি বিজ্ঞানের সমস্তকিছু তার ধর্মে খুজে পেয়েছেন। তিনি একাধারে বিজ্ঞান চর্চা করেন আবার কোরান চর্চাও করেন। তিনি সারা জাহানে ইসলাম কায়েমের খোয়াব দ্যাখেন।
এইবার ইহুদী নাসারাদের ভাত মারা যাবে।

৩| ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৮:৪৬

কলাবাগান১ বলেছেন: ধর্ম গ্রন্হে বিজ্ঞান থাকলে সবার আগে বেদ, তোরাহ, বাইবেল, কোরানে ডাইনোসর এর কথা বলা হত কেননা এখন পর্যন্ত্য পৃথিবীর সবচেয়ে বড় সাইজ এর প্রানী এই প্রজাতির ই ছিল। সব গ্রন্হেই যে জায়গায় উৎপত্তি সেই জায়গায় পাওয়া প্রানী আর উদ্ভিদ এর বর্ননা

৪| ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৮:৫৮

বাকপ্রবাস বলেছেন: বিজ্ঞান থাকলেও মৃত্যু অবধারিত, ধর্ম থাকলেও মৃত্যু অবধারিত। মৃত্যু এবং রোগ বালায় যেই মাধ্যমে সমাধান করা যাবে তাকে অনুসরণ করতে দ্বিধা নাই। ধর্ম রোগ সরাতে না পারলেও রোগের কারণে মৃত্যুকে বরণ করে নিয়ে প্রশান্তি দিতে পারে ধর্ম একজন ধার্মিককে।

৫| ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:১৮

কলাবাগান১ বলেছেন: ধর্ম গ্রন্হে বিজ্ঞান নাই একথা বলাতে যদি 'কালনাগিনী' নামে ডাকা হয়, তাহলে...........আর বললাম না

৬| ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:১১

শায়মা বলেছেন: ধর্ম আর বিজ্ঞানকে এক সাথে মিলানোর কি দরকার এটাই তো আমি বুঝলাম না। আবার এই নিয়ে এত ঝগড়াঝাটি কেনো??


ধর্ম থাকুক ধর্মের মত যার যার মত চর্চা হোক আর বিজ্ঞান থাকুক বিজ্ঞানের জায়গায় তানা ধর্মকে টেনে বিজ্ঞান বানাবার দরকার কি!!! :||

৭| ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:৪৭

শাহ আজিজ বলেছেন: বকোয়াজ -------------------------

৮| ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:৫৪

অপু তানভীর বলেছেন: আমাদের দেশের মোল্লারা এটা ভাবতে ভালোবাসে যে পৃথিবীর সকল বিজ্ঞান আসলে কুরআন রিসার্চ করে বের করা এবং আমাদের ববোকা মুমিনও এই কথা মনে প্রাণে বিশ্বাস করে।

৯| ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯

এস.এম.সাগর বলেছেন: মানুষের জন্ম প্রক্রিয়া আপনার কোন বিজ্ঞান আবিষ্কার করেছিলো?

১০| ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৩৫

নতুন বলেছেন: আমার কাছের অনেক মানুষকে ই দেখি তারা ধর্মভীরু এবং ধর্মীয় রিতিনীতি পালন করে।

তারা বেশিরভাগই ধর্মীয় তথ্য মোল্যাদের মাধ্যমেই শোনে এবং নিজে বিভিন্ন বই পড়ে না।

ধর্মিকরা আধুনিক বিজ্ঞানের সব সুবিধা নেবে কিন্তু ধর্মের বিষয়ে প্রশ্ন করবেনা বিশ্বাস করবে।

১১| ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩২

নাহল তরকারি বলেছেন: ধর্মের সাথে বিজ্ঞানের সুন্দর ফিউশন ঘটিয়েছেন ইহুদীরা। আমার জনামতে বাঙ্গালী কোন ইহুদী নাই। আপনার প্রশ্নের জবাব ঐ ইহুদীরাই দিতে পারবে। তাছাড়া ধর্ম নিয়ে কাইজ্জ্যা করার ফাও সময় আমাদের নাই।

১২| ২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০৯

আলামিন১০৪ বলেছেন:
আল্লাহর গজব আরোপিত হলে তা দূরীকরণের কোন উপায় নাই। আর বিশ্বাস না হইলে খোঁজ নিয়া দেখেন ইসলামে নিষিদ্ধ বুশ মিট
এখন কেন আপনার গুরুরা বর্জনের কথা বলিতেছে।

১৩| ২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:০২

কামাল১৮ বলেছেন: ধর্ম হলো প্রমানহীন বিশ্বাস।বিজ্ঞান হলো প্রামান সহ বিশ্বাস।

১৪| ২৯ শে এপ্রিল, ২০২৪ ভোর ৬:৩৭

আরেফিন৩৩৬ বলেছেন: আলোচনায় থাকার টপিক। এছাড়া আর কিছু নয়। আগে মোল্লারা বাহাস করতো, কাজ করতো না। এখন বিজ্ঞান না পড়েও কিছু লোক বাহাস করে। ব্যাক্তি এ কই রকম শুধু পদ্ধতিটি বদলেছে। আপনারাও কোন কাজের না। মোল্লারাও না। যে কাজের সে ধর্মকে ধর্মের জায়গায় রেখে চিন্তা করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.