নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

সাদি মহম্মদ কেন আত্মহননের পথ বেছে নিলেন?

১৪ ই মার্চ, ২০২৪ রাত ১১:৫৫

কেউকেউ বলছেন বড়ো পুরস্কার না পাওয়ার হতাশা হতে সাদি মহম্মদ আত্মহননের পথ বেছে নিতে পারেন।

এ চিন্তার সাথে আমি দ্বিমত পোষন করি। এছাড়া, যাঁদের মাথায় এ অসুস্থ চিন্তা এসেছে তাঁদের কাছে আমার দুটি প্রশ্ন রইলো।

এক) বাংলাদেশে যে বিবেচনায় পুরস্কার-সম্মাননা দেয়া হয় তা কি আদৌ স্বচ্ছ?
- অনেকেই তো বলেন, পুরস্কার পাবার যোগ্য এক বা দুজনকে সামনে রেখে বাকিটার সবই ব্যবসা বা প্রভাব। [এক উপসচিবের বাবার স্বাধীনতা পুরস্কার পাবার কথা আপনারা ভুলে গেলেন?]

দুই) সাদি মহম্মদ'এর মতো বড়ো মাপের শিল্পীদের পুরস্কার-সম্মাননা দিয়ে পাবলিকের বাড়তি দৃষ্টি আকর্ষণ আদৌ প্রয়োজন পড়ে কি?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ১২:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে উনার মৃত্যু এভাবেই লেখা ছিল।

২| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ১২:৫০

সোনাগাজী বলেছেন:



কারণটা আপনি অনুমান করতে পারবেন?

১৫ ই মার্চ, ২০২৪ রাত ১:০৫

এমএলজি বলেছেন: উনি নিজের চোখে বাবার বিভৎস্য হত্যাকান্ড দেখেছেন। খালাতো ভাইকে জবাই হতে দেখেছেন। বারবার স্বপ্নে দেখতেন এসব দৃশ্য। সবাই এসব স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনা। মানুষের শারীরিক শক্তি যেমন ভিন্ন মানসিক ক্ষমতাও তেমন আলাদা। গভীর ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। এটাই সম্ভবত কারণ।

৩| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ১:১৫

সোনাগাজী বলেছেন:



ওকে।

৪| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ২:৫৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: এই যে অনলাইনে সুন্দর সাবলীল ভাবে বাংলা লিখছি ও পড়ছি, এর পিছনে বড় অবদান মেহদী ভাইয়ের। সে এখনও কোন পুরুস্কার পায় নি। মুস্তফ জব্বার জীবিত থাকা অবস্থায় পাবে বলে মনে হয় না। কিন্তু মেহদী ভাইয়ের আত্মহত্যার কোন প্রয়োজন আছে বলে মনে করি না।

৫| ১৫ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: উনার বাবাকে যখন নিজ চোখে হত্যা করতে দেখলেন, তার পর তো বহু বছর পার হয়ে গেছে। তখন তো তিনি আত্মহত্যা করেন নাই।

৬| ১৮ ই মার্চ, ২০২৪ ভোর ৫:০৫

ফ্রেটবোর্ড বলেছেন: চিন্তাটা আমার মাথায় এসেছিল, আপনার পোস্ট পড়ার পর জানলাম ওটা অসুস্থ চিন্তা ছিল।

দ্বিমত থাকতেই পারে তাই বলে মানুষের চিন্তাকে অসুস্থ বলে সার্টিফাই করাইতো অসুস্থতা। ভিডিও দেখার পর ভাবলাম “অসুস্থ চিন্তা” কথাটা ফিরিয়ে দেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.