নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের আয়মানের স্কুলের প্রিন্সিপ্যাল ফোন করলেন কাল সন্ধ্যায়।
ফোন ধরলাম আমি।
উনি জানতে চাইলেন আয়মানের সাথে কথা বলা যাবে কিনা। তার আগে, নিজের পরিচয় দিলেন।
আয়মানের হাতে ফোন দিতেই সে বলে উঠল: 'হেই মিস্টার ..., হোয়াটস আপ?'
যাঁরা জানেন না, আয়মান আমাদের পরিবারের কনিষ্ঠজন; দশম শ্রেণীতে পড়ে। জন্ম এবং বেড়ে উঠা আলবার্টা প্রদেশের এডমন্টন শহরেই।
... ...
কয়েক মিনিট কথা হলো তাদের দুজনের।
অতঃপর, আয়মানের কাছে জানতে চাইলাম আলোচনার বিষয়বস্তু।
সে বললো, কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ক একটা প্রতিযোগিতায় আমি যোগ দিতে চাই কিনা জানতে চেয়েছেন মিস্টার ...। উনি চান আমি যোগ দেই।
কম্পিউটার প্রোগ্রামিংয়ে বিশেষ আগ্রহ তার। সে রাজি হলো।
... ...
খানিক পর আয়মানকে প্রশ্ন করলাম, 'বাবা, টিচারকে ওভাবে 'হেই, হোয়াটস আপ' না বলে গুড ইভিনিং বলে কথা শুরু করা যেত না?'
ও বললো, That would be weird dad; no one says that here. He wouldn't like it either. [অনুবাদ: ওটা খুব অদ্ভুত শোনাতো বাবা। এখানে কেউ সেভাবে বলে না। উনিও তা পছন্দ করতেন না।]
আমাদের দেশের প্রেক্ষাপটে এ চরম অভদ্রতা। অথচ, এখানে (কানাডা) এটাই স্বাভাবিক।
কি আর করা! যেই দেশে যেই রীতি।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:০৫
কোলড বলেছেন: What your son said was too informal! What you advised was the correct one.
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: বাহ!!
ভালো তো।