নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখকদের কাজই হলো বই প্রকাশ পেলে একই পোস্ট বারবার দিয়ে অন্যদের বিরক্ত করা! ...
https://www.rokomari.com/book/380958/canada-obhibashoner-abedon-prattasha-o-bastabata
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০২
নিমো বলেছেন: বিরক্ত হলে কেউ কিছু কিনবে কেন, জনাব ?
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৫
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: @নিমো বলেছেন: বিরক্ত হলে কেউ কিছু কিনবে কেন, জনাব?
প্রচারেই প্রসার।
এই যেমন আমরা সবাই বিরক্ত হয়ে আমাদের প্রতিক্রিয়া আরো দশজনকে জানাব। বিরক্ত হয়ে তো চুপ থাকব না বা প্রতিক্রিয়া দেখাব না, তা তো হতেই পারেনা। বাঙ্গালী বলে কথা। অন্যের দোষ ত্রুটি (তা সত্য হলেও) নিয়ে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন বা পাড়া-প্রতিবেশীদের সাথে আড্ডা দেয়ার মজা বাঙ্গালীর চাইতে আর কে বোঝে?
আমরা বই না কিনলেও, বিরক্ত হয়ে, প্রতিক্রিয়া দেখিয়ে, প্রচার (নেতিবাচক হলেও) কিন্তু ঠিকই করে ফেলব। যে আট-দশজনের সাথে আমার প্রতিক্রিয়া বিনিময় করলাম, তাদের মধ্য থেকে কি কেউ বই কিনবে না?
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৯
খায়রুল আহসান বলেছেন: "লেখকদের কাজই হলো বই প্রকাশ পেলে একই পোস্ট বারবার দিয়ে অন্যদের বিরক্ত করা" - নাহ, অনেক লেখকই এ রকম কাজ করেন না, বিশেষ করে "একই পোস্ট বারবার দিয়ে"।
তবে, আপনার বইটির সাফল্য কামনা করছি। অভিবাসন প্রত্যাশীরা এর দ্বারা উপকৃত হোক!
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: আপনিও তো আপনার বইয়ের খবর সামুতে দিয়েছেন।
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: নতুন বইয়ের কথা বারবার বলা উচিৎ। নইলে পাবলিক জানবে কি করে?
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১০
নয়ন বড়ুয়া বলেছেন: একই পোষ্ট বার বার না দিয়ে, নতুন কিছু লিখে পোষ্ট দিলেই অন্যরা বিরক্ত হবে না। আপনার সাফলতা কামনা করি...
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২২
জ্যাক স্মিথ বলেছেন: কানাডায় গিয়ে কি লাভ? একদিন তো মরেই যেতে হবে।
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:০৭
নীল আকাশ বলেছেন: আরো বিস্তৃতভাবে লিখতে পারতেন। পাঠক বইটা কিছু ধারণা পেত।
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৫০
এমএলজি বলেছেন: বইটি ঢাকা গ্রন্থমেলার ৪৪৮ নম্বর স্টলেও পাওয়া যায়।