নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

= কানাডায় ঢুকতে পারাই কি শেষ কথা? =

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৪

আজ সকালে ঘুম ভাঙলো এক ভদ্র মহিলার ফোন পেয়ে। কানাডার টরন্টো হতে তিনি ফোন করেছেন।

- ভাই, আমি কি বাংলায় কথা বলতে পারবো?

- জি বলুন।

- কানাডায় ঢোকার পর বর্ডার সিকিউরিটি অফিসার আমার পাসপোর্ট নিয়ে নিয়েছে, ফেরত পাবো কিভাবে?

- আরেকটু খুলে বলবেন?

- ট্যুরিস্ট ভিসায় এসেছিলাম। দেশ থেকে এজেন্ট কন্ট্রাক্টে সব করে দিয়েছিলো। কিন্তু, কানাডায় ঢোকার পর এয়ারপোর্টে ঝামেলা বাঁধলো।

- কি ঝামেলা?

- ইনভাইটেশন লেটারে যাঁর নাম ছিল তাঁর বিস্তারিত জানতে চাইলো তাঁরা। আমি ঠিকমতো বলতে পারিনি। তারপর সিকিউরিটি অফিসার যিনি ইনভাইট করেছেন তাঁকে ফোন করলে তিনিও তেমন কিছু বলতে পারেননি আমার সম্পর্কে।

- তারপর?

- এ অবস্থায় বর্ডার অফিসার জিজ্ঞেস করলো আমি রিফিউজি আবেদন করবো কিনা? আমি হ্যাঁ বললাম। তারপর একটা কাগজ ধরিয়ে দিয়ে পাসপোর্ট নিয়ে নিলো। আমাকে একটু সাহায্য করেন। এখানে (টরোন্টো) অনেকেই আপনার কথা বলেছে। আমি খুব বিপদে আছি। ...

যাক, বিষয়টার আর বিস্তারিত এখানে না লিখি। তবে, যাঁরা মনে করেন কানাডায় ঢুকে গেলেই পুরোদমে সাকসেসফুল হয়ে গেলেন তাঁদের জন্য এ তথ্য সতর্কবার্তা হতে পারে। সুখে থাকতে যেন ভুতে না কিলায়।

ML Gani, RCIC-IRB
[email protected]

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: রিফিউজি আবেদন করবে কি-না, এই প্রশ্নে হ্যাঁ বলার কারণ কী?

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:০৪

আলামিন১০৪ বলেছেন: আপনির নিক দেখে প্রথমে ভেবেছিলাম, Light Machine Gun! আপনি কি কানাডার ইমিগ্রেশন নিয়ে মানুষকে পরামর্শ দেন নাকি অস্ট্রেলিয়ারও?

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:১৫

আলামিন১০৪ বলেছেন: ভাই আপনি বুয়েটের কোন ব্যাচ? ইঞ্জিনিয়ারিং একেবারে ছেড়ে দিয়েছেন?

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: আমরা কানাডা যাবো। সমস্যা হলে তো আপনি আছেনই।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৬

নিবারণ বলেছেন: মাইনসে ভাবে ঢুকতে পারলেই অইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.