নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

নিজের সর্বোচ্চটা দিয়ে হারলেও অনুতাপ থাকে না

১০ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৬

আমি আমাদের সন্তানদের সবসময় বলি, 'তোমরা সাধ্যমতো পড়াশোনা করো, সময় বা সুযোগের অপচয় করো না। কারণ, সুযোগের অপব্যবহার করলে এবং একইসাথে পড়াশোনায় খারাপ ফলাফল হলে তোমাদের অনুতাপের সীমা থাকবে না। অন্যদিকে, যথেষ্ঠ চেষ্টা করেও ফলাফল ভালো না হলে সাময়িক মন খারাপ হবে হয়তো, কিন্তু দীর্ঘমেয়াদি অনুতাপটুকু থাকবে না। কারন, তোমার চেষ্টা তো তুমি করেছো।'

আমি নিজেও কোন কাজে হাত দিলে তা খুব মনোযোগ সহকারে করি। ওদিকে, মন যা চায় না তা একদমই করিনা। পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি (আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন অনুমান করে) আকণ্ঠ দুনম্বরিতে ডুবে থাকার মতো স্ববিরোধী মানুষ আমি না। ফলে, কোন কাজে ব্যর্থ হলেও অনুশোচনা আমাকে কুরে খায় না। কারণ, আমি তো গাফেলতি বা অবহেলা করে হারিনি, নিজের সর্বোচ্চটা দিয়েই হেরেছি।

সময় এবং সুযোগ একবার হাতছাড়া হলে তা দ্বিতীয়বার সচরাচর ফিরে আসে না। এটা রাজনীতিতে যেমন সত্য, ব্যক্তিজীবনেও একইভাবে সত্য।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৮

নয়ন বড়ুয়া বলেছেন: ঠিক বলেছেন...

২| ১০ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: মানুষের জীবনে সুযোগ বারবার আসে। যেমন আসে প্রেম ভালোবাসা। তাই হতাশ হওয়া যাবে না।

৩| ১০ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৯

বিজন রয় বলেছেন: নিজের সর্বোচ্চটা দিয়ে হারলেও অনুতাপ থাকে না.......... একদস সঠিক কথা।

ফাঁকা মাঠে গেল দিয়ে কি লাভ!!!

৪| ১০ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৮

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৫| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:১৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: নিজের সবটা দিয়ে চেষ্টা করার পর হেরে গেলেই বরং মানুষের মাঝে হতাশা বেশি কাজ করে, তখন মনে হয়, শুধু শুধু এই কাজে সময় না গিয়ে অন্য কিছু করলেই ভালো হতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.