নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতীয় নির্বাচনে ভোট বেচাকেনার অভিযোগে বাংলাদেশে আগে কখনো কারো জেল-জরিমানা হয়েছে বলে আমি শুনিনি, কিন্তু, এবার হয়েছে।
পত্রিকান্তরে জানলাম, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপির ‘ট্রাক’ প্রতীকে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে আটক হয়েছেন সাঈদ হাসান তরফদার শাকিল (৩৫)। শাস্তিস্বরূপ তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
দৃশ্যতঃ, একটি জাতীয় নির্বাচনে যেসব উপাদান থাকার কথা এবারের নির্বাচনে তার প্রায় সবই আছে; নেই কেবল প্রধান বিরোধী দল, বিএনপি। অন্য ভাষায়, নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভিন্ন নামে একই দলের প্রার্থীদের মধ্যেই যাঁদের বিএনপি নাম দিয়েছে 'ডামি প্রার্থী'। আওয়ামীলীগও এতে দ্বিমত করেনি। স্বতন্ত্র প্রার্থীরা যে মূলত আওয়ামীলীগের প্রার্থী তা প্রকাশ্যেই ঘোষণা করেছেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
প্রশ্ন জাগে, একদলীয় নির্বাচনই যদি হবে তাহলে ঢাকঢোল পিটিয়ে, গরিব জনগণের সহস্র কোটি টাকার শ্রাদ্ধ করে এ নির্বাচনী নাটক মঞ্চায়নের প্রয়োজন ছিল কি? দলনেত্রী শেখ হাসিনা সিনিয়র নেতাদের নিয়ে বসে প্রতি নির্বাচনী এলাকায় কেউ একজনকে সিলেক্ট করে দিলেই তো হতো।
এ বিষয়ে আপনার মতামত কি জানাবেন?
২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৩
বিজন রয় বলেছেন: আমার মতামত হচ্ছে, হাজার হাজার টাকা খরচ করে এই নির্বাচন করার দরকার ছিল না।
৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আঠারো'শ কোটি টাকার শ্রাদ্ধ না করলে কিছু লোকেরা চোদ্দগুষ্টির শ্রাদ্ধের টাকার জোগাড় হবে কি করে?
৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৯
নতুন বলেছেন: বিরোধী দল ছাড়া নিবাচন সবাই মেনে নিচ্ছে.... এখন দেখাতে হবে জনগনের উপস্থিতি... তবেই ৫ বছর আর ঝামেলা হবেনা...
বিশ্বের বিভিন্ন দেশ মেনে নেবে... আমেরিকাও মেনে নেবে । ঝামেলা করবেন না...
৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৮
কথামৃত বলেছেন: আপনি খুব ঝামেলার লোক। এতো সত্য কথা বলার দরকার কি?
৬| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
আঠারো'শ কোটি টাকা নির্বাচন না করে এই টাকা দিয়ে আপনাদের পোলাও কোরমা রান্না করে খাওতে হবে?
এইপর সরকার শুন্যতা, দেশে অরাজগতা বিশৃক্ষলা দাংগা। মজা রে মজা।
৫ বছর পর পর নির্বাচন হবে, এটা হবেই। এই বাজেট অনেক আগেই বরাদ্দ থাকে।
যেই দেশের মোট সম্পদ (জিডিপি) ৪৬০ বিলিয়ন ডলার, বার্ষিক বাজেট ৭ লাখ কোটি টাকার উপর তাহলে মাত্র আঠারো'শ কোটি টাকার জন্য কান্নাকাটি কিসের? নাকি অন্য কোন মতলব?
৭| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে কেউ কি বারণ করেছে ?
তারা নির্বাচনে অংশ নিল না কেন ?
তারা কি রাজনৈতিক দল না?
রাজনৈতিক দলের অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত।
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:০৮
এমএলজি বলেছেন: দুই বিরোধী দল একমত হয়েছিল ভবিষ্যতের সব নির্বাচন অরাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। তা হচ্ছে না বলেই বিএনপি নির্বাচনে আসেনি।
জানিনা ১৯৯৬ সালে আপনার বয়স কত ছিল? সে সময় এ সমঝোতা হয়েছিল।
৮| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:২১
কামাল১৮ বলেছেন: আগে এমন সাহস কারো হয়নি এখন হয়েছে।
৯| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১১
আহমেদ জী এস বলেছেন: এমএলজি,
আঠারো'শ কোটি টাকার শ্রাদ্ধ না করলে কিছু লোকেরা যে শ্রাদ্ধের নৈবেদ্য খেতে পারবেন না।