নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কানাডার স্কুলের কোন ক্লাসরুমে ঢুকে ক্লাস নিতে হলে প্রথমে টিচিং লাইসেন্স নিতে হয়। খুব কম নতুন অভিবাসীই এক গাদা শর্ত পূরণ করে একটা টিচিং লাইসেন্স পেতে পারেন। পিএইচডি ডিগ্রিধারী হলেও লাভ নেই যদি না টিচিং লাইসেন্স থাকে। বাংলাদেশে দেখছি যে কেউ টিচার বনে যেতে পারেন, কেবল পদপদবী থাকলেই চলে। অর্থাৎ, স্কুল-টিচিং যেন গরিবের বউ, ইচ্ছে হলো ঠাট্টা-মশকারি করলাম। ডিজিটাল যুগে এটা হাস্যকর।
টিচিংয়ের ব্যাপারে ব্যাপক আগ্রহ থাকলে এই ইউএনও বরং ক্যাডার পরিবর্তন করে শিক্ষায় চলে যেতে পারেন। প্রশ্ন হলো, তিনি আসলে তা করবেন কি?
২| ১৫ ই অক্টোবর, ২০২৩ রাত ২:৩৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: কানাডার ঐ সার্টিফিকেট পাওয়া টিচারদের বলেন বাংলাদেশে এসে বিসিএস এ চান্স পেয়ে দেখাতে!
১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:৪৭
এমএলজি বলেছেন: লাইসেন্সপ্রাপ্ত টিচারদের একজন আমার স্ত্রী। তিনি বিসিএস-এর চাকুরী পেছনে ফেলেই কানাডায় এসেছেন। এর চেয়ে বড়ো দৃষ্টান্ত আমার সামনে নেই। আরেকটা কথা, উনার মতো সিনিয়র টিচারদের একদিনের বেতন বাংলাদেশের বিসিএস অফিসারের সারা মাসের বেতন। ঘুষের অর্থ বিবেচনায় আনলে সে ভিন্ন প্রসঙ্গ।
৩| ১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩৩
রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যাপারটা কি এমনও হতে পারে না উনি গিয়ে পড়ালেখা তদারকি করছেন? আবার এমনও হতে পারে উনি আগে শিক্ষক ছিলেন, হঠাৎ মনে হলো পড়াবেন। দোষ কী? আমাদের সবারই তো পড়ানোর কমবেশি অভিজ্ঞতা থাকে।
১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:১৮
এমএলজি বলেছেন: হঠাৎ একদিন করলে হয়তো সমস্যা নেই। উনি নাকি এ কর্ম হরহামেশাই করে থাকেন।
এ ধারা চলতে থাকলে কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে তাদের শিক্ষকের যোগ্যতা নিয়ে ভুল বার্তা যাবে।
৪| ১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: আমি এমন অনেককে শিক্ষক হতে দেখেছি, যাদের এ পেশা নিয়ে আগ্রহ নেই। দায়ে পড়ে করছে। এদের পড়ানোর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক। আমার মনে হয় কাউকে শিক্ষকতার চাকরি দিলে ন্যূনতম ১-২ বছরের অভিজ্ঞতা দেখা উচিত। বেসরকারি স্কুলে দেখা হলেও সরকারি স্কুলে দেখা হয় না। প্রতিবছর অনিচ্ছা সত্ত্বেও অনেকে স্কুলে ঢুকে।
৫| ১৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কানাডার সাথে বাংলাদেশের তুলনা করলে চলবে না।
১৫ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৪
এমএলজি বলেছেন: কিন্তু, ক্ষমতাসীন রাজনীতিকরা তো কথায় কথায় বলেন, বাংলাদেশ সিঙ্গাপুর, আমেরিকা হয়ে গেছে।
ওখানে তুলনা কেন?
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ।