নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণিতের হিসেবে কিছু বিষয় যথার্থ মনে হলেও এথিক্স বা নৈতিকতা বিবেচনায় তা ঠিক হয়েছে কিনা পরিষ্কার বুঝা যায় না। এমনই এক দৃষ্টান্ত দেব আজ।
হিরন আর্থিক সমস্যায় পড়েছে। বন্ধুরা যে যা পারে তাকে সাহায্য করছে।
বিদেশ হতে শ্যামল যোগাযোগ করলো বন্ধু রমজুর সাথে। রমজুর কাছে তিরিশ হাজার টাকা পাঠিয়ে তা হিরণকে দিতে বললো। কিন্তু, রমজু তাকে দিলো বিশ হাজার, তিরিশ হাজার নয়।
বিষয়টি শ্যামল জেনেছে কয়েক সপ্তাহ পর। তারপর রমজুর সাথে কথা বলে জানলো, হিরণ রমজুর কাছ থেকে বছর দুয়েক আগে দশ হাজার টাকা ধার নিয়ে আর ফেরত দেয়নি। সে টাকাই এখানে সমন্বয় করা হয়েছে। কাজেই গণিতের হিসেবে কোন ভুল নেই।
আপনার বিবেচনায় এখানে রমজুর আচরণ যথাযথ হয়েছে কি?
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৫০
রাজীব নুর বলেছেন: কিছু বুঝতে পারলাম না।