নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিরোজপুরের এসি ল্যান্ড (সহকারী কমিশনার) মাসুদুর রহমানের বিরুদ্ধে অডিও রেকর্ডের মতো (ঘুষ-দুর্নীতির) অকাট্য প্রমান থাকার পরও তাঁর চাকুরী থাকে কিভাবে ভাবছি?
সরকার কি দুর্নীতিবাজদের কাছে এতোটাই জিম্মি?
আসন্ন নির্বাচনে অপকর্ম করানোর জন্যই কি মাসুদকে বর্তমানে ওএসডি করে রাখা হয়েছে?
আপনার চিন্তা-ভাবনা শুনতে চাই।
২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৭
এমএলজি বলেছেন: অডিও রেকর্ডের চেয়ে বড়ো তদন্ত আর কি হতে পারে? প্রমান তো হয়েই গেছে। উচিত ছিল তাকে সাময়িক বরখাস্ত করা। তারপর অধিকতর তদন্ত করা।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০০
মহাজাগতিক চিন্তা বলেছেন: সরকারী চাকুরী খুব সহজে যায় না।
২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১২
এমএলজি বলেছেন: কানাডায় হলে উনি এতক্ষনে জেলে থাকতেন। কারন, অভিযোগ অতি গুরুতর। সেখানে সরকারি চাকুরী যেতে খুব একটা সময় লাগে না।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের দেশে সরকার কিভাবে হয়, আপনি কি সেটা জানেন? কানাডায় কি সরকার এভাবে হয়? আমদের দেশে নির্বাচন দেখতে অন্য দেশের লোকজনকে আসতে হবে কেন?
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪০
কলাবাগান১ বলেছেন: জিকির করে বলতে থাকুন হয়ত আপনার জিকিরে কাজ হবে এই দূর্নীতি গ্রস্হ নরকের কীট এর চাকরী চলে যাওয়া
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৫
ধুলো মেঘ বলেছেন: দল চালাতে খরচ আছে। সেই খরচ এই এসি ল্যান্ডেরা চালায়।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৩
অপু তানভীর বলেছেন: তাকে ওএসডি করা হয়েছে । সরকারি চাকরি তাও আবার ক্যাডার ! এতো সহজে চাকরি যায় না ।
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৪
নতুন বলেছেন: দেশে সরকারী চাকুরীদের বিচার হয় না এবং জবাবদিহিতি নাই বলেই এতো দূনিতি করে যায় মানুষ।
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৭
বাউন্ডেলে বলেছেন: অনেক টাকা, অনেক কাঠ,খড় পুড়িয়ে যে চাকুরি - সেটা এত সহজে কিভাবে যাবে ?
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৯
নূর আলম হিরণ বলেছেন: সরকারি চাকুরেদের বরখাস্ত করার পদ্ধতিটিকে আমলারা জটিল করে নিয়েছে। রাজনীতিবিদরা দক্ষ হলে এটাকে সহজ করে নিতো পারত। তারা এদিকে হাত দিতে চায় না।
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: মনে রাখবেন, বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ।
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:১০
সাহাদাত উদরাজী বলেছেন: এদের কারা নিয়োগ দেয়, আরাই এদের বাঁচিয়ে রাখে!
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩২
সোনাগাজী বলেছেন:
সে কি কারো বাসার চাকর যে, বিনা তদন্তে চাকুরী চলে যাবে?