নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভবনের নকশা অনুমোদনে মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা হতে কিছু কথা শেয়ার করি, যদি কারো মনে ধরে।
ধরুন, আপনি নকশা অনুমোদন কমিটির সদস্য। এ কমিটির দাপ্তরিক নাম 'অথোরাইজেশন কমিটি'। ইমারত নির্মাণ বিধিমালা অনুসারে সরকার নির্ধারিত এ কমিটিই বড়ো বড়ো শহরগুলোতে নির্মাণকাজের অনুমতি প্রদান ও উন্নয়ন নিয়ন্ত্রণ করে।
আপনার কাছে একটা আবেদন (ফাইল/নথি/নকশা) এলো যেখানে ২০/২৫ ফুট প্রশস্তের রাস্তার পাশে একটি বহুতল ভবনের নকশা অনুমোদনের আবেদন রয়েছে। ফাইলটি কখন আপনার দপ্তরে যাবে তা নজরে রাখার জন্য আপনার অফিসেরই কেউ না কেউ গুপ্ত দালাল হিসেবে নিয়োজিত থাকে। ফলে, ওই ফাইল আপনি খুলতে খুলতেই দেখবেন তদবিরকারী আপনার জন্য ক্যাশ 'উপহার' নিয়ে হাজির।
এই 'উপহার' বা স্পীডমানি [সাবেক এক অর্থমন্ত্রীর ভাষায়] গ্রহণ করে আপনি নথিতে স্বাক্ষর করে দিলে সবাই খুশি। তা না করে, আপনি যদি মাঠ পর্যায়ে তদন্তে যান তাহলে হয়তো দেখবেন রাস্তার প্রশস্থতা আসলে ১০/১২ ফুট, বা তারও কম; বা, এমনও হতে পারে, অনুমোদনের আগেই ভবনের ফাউন্ডেশনের কাজ প্রায় শেষ হয়ে গেছে।
প্রশ্ন জাগে, নকশায় রাস্তা বড়ো করে দেখানো হলো কেন?
কারণ, সরু রাস্তায় বহুতল ভবনের অনুমতি দেয়ার বিধান নেই।
হাতেনাতে ধরা পড়লে আপনাকে বহুগুনে বেশি 'উপহার' অফার করা হবে। তাতে রাজি না হলে আপনার বসকে দিয়ে প্রেসার দেয়া হবে। তাতেও কাজ না হলে আসবে পলিটিক্যাল প্রেসার। কোনকিছুতেই কাজ না হলে আপনার ভাগ্যে মাছি মারা কেরানির পোস্টিং ঠেকায় কে?
সদস্য মহোদয়, আপনি যাবেন কোথায়?
তারচেয়ে বরং 'একটা পুরো ডিমের আর্দ্ধেকখানা' খেয়ে হলেও শান্তিতে চাকুরী করা উত্তম নয় কি?
[চাকুরী কি আর সাধে ছেড়েছি?]
এতো সরু রাস্তার পাশে বহুতল ভবন নির্মাণ করলে সমস্যা কি?
যানজট, পানি নিষ্কাশন (ড্রেনেজ), এসব নিয়ে ভাবুন, উত্তর পেয়ে যাবেন। তবে, এগুলো হলো ছোটখাট সমস্যা।
বড়ো সমস্যা তাহলে কোথায়?
আগুন, ভূমিকম্প, ... এসব নিয়ে ভাবলে বুঝবেন সরু রাস্তায় কি ভয়াবহ অবস্থা তৈরী হতে পারে সে অবস্থায়।
উদ্ধারকাজ পরিচালনা সেখানে সম্ভব? উদ্ধারকারী বা উদ্ধারকাজে ব্যবহারের যন্ত্রপাতি ওখানে ঢুকতে পারবে কি? জরুরি অবস্থায় ভবনে বসবাসকারীরা নিরাপদে বের হবার পথ খুঁজে পাবে তো?
মরোক্কোর ভূমিকম্পের খবর শুনেছেন নিশ্চয়ই। এখন পর্যন্ত ছাব্বিশশত লাশ পাওয়া গেছে। আর, ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে কয় হাজার তার হিসেব জানতে অনেক সময় লাগবে। বাংলাদেশে তেমন ঘটনা ঘটবে না বলে সৃষ্টিকর্তা কি আমাদের নীতিনির্ধারকদের কানে কানে বলে দিয়েছেন? নাকি, এ ব্যাপারে বাইডেন দাদুর নিষেধাজ্ঞা আছে?
সমস্যার উত্তরণে আমি বলবো না আপনি এটা করেন, ওটা করেন। বরং, ভবন নির্মাণের সময় রাস্তার প্রশস্থতা যথাযথ রাখা উচিত কিনা সে প্রশ্ন নিজের বিবেককেই করুন। উত্তর পেয়ে যাবেন। আপনার ভবনটি যেন আপনারই মৃত্যুকূপ না হয়।
শুভকামনা।
এম এল গনি, RCIC-IRB
(বর্তমানে) কানাডীয় অভিবাসন পরামর্শক।
প্রাক্তন সদস্য, অথোরাইজেশন কমিটি।
ইমেইল: [email protected]
২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবলীলায় নকশা পাশ হচ্ছে সরু রাস্তার পাশে বহুতল বিল্ডিং হচ্ছে ঠেকায় কে?
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৩৫
সোনাগাজী বলেছেন:
আপনি কি ভুমিকম্পের ভয়ে দেশ ছেড়ে কানাডা চলে গেছেন?
১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৩৪
এমএলজি বলেছেন: ভুল বলেননি, সেও এক ধরনের ভূমিকম্প বটে।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: ঢাকা শহরের তো গজব অবস্থা। ভূমিকম্প হলে একদম শেষ। সব শেষ। আল্লাহ মাফ করুক।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৫২
নূর আলম হিরণ বলেছেন: আপনি কখনো পুরান ঢাকার বাইশ গল্লিতে ঢুকেছেন? ঢুকলে মূর্ছা যাবেন!