নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গমাতাকে ভীষণ মিস করি। আজ এই মমতাময়ী মা বেঁচে থাকলে আমাদের দুগালে কষে চপেটাঘাত করতেন।
কারণ, দেশের জলবন্দি-বন্যার্ত অসহায় মানুষগুলো যখন ক্ষুধার জ্বালায় কেঁদে বুক ভাসাচ্ছেন ঠিক সে সময়ে আমরা বঙ্গমাতার জন্মদিবস পালনের আনন্দ-উল্লাসে রাস্তাঘাট ব্লক করে সাধারণ মানুষের ভোগান্তির আগুনে ঘি ঢালছি।
এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, 'রোম যখন জ্বলছিল, নিরো তখন বাঁশী বাজাচ্ছিলেন।'
হে শ্রদ্ধেয় বঙ্গমাতা, আপনি এ হৃদয়হীন তেলবাজদের ক্ষমা করুন।
২| ১১ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:১৭
ঢাবিয়ান বলেছেন: অবিরাম লুটপাঠ বানিজ্য চালু রাখতে প্রয়োজন অনির্বাচিত সরকার । আর তাই তেলবাজি জরুরী।
৩| ১১ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:২৭
জিনাত নাজিয়া বলেছেন: বাংলাদেশের রাজনীতি মানেই পকেটনীতি সেটা সবাই জানে। আমরা যারা সাধারণ পাবলিক তারা অবশ্যই এই ব্যাপার টা এড়িয়ে চলি। তবে লেখক কে ধন্যবাদ সুন্দর এই মোক্ষম সময়কে তুলে ধরার জন্য।
৪| ১১ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:১৬
আহমেদ জী এস বলেছেন: এমএলজি ,
যাহারা বঙ্গমাতার জন্মদিবসে উল্লাসে মাতিয়াছেন, নিজ নিজ মাতাদের জন্মদিনের হিসাব কি তাহাদের আছে ?????
৫| ১১ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৩
রাজীব নুর বলেছেন: সরকার বলছে, দেশ উন্নয়নের মহাসড়কে। বাস্তব সত্য কি সেটা আমরা যারা দেশে আছি তাঁরা জানি।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০২৩ সকাল ৭:৪২
কলাবাগান১ বলেছেন: আপনাদের এসব মায়াকান্না কখন কখন জ্বলে উঠে সেটা বুঝতে খুব কস্ট হয় না