নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যত্রতত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় খুলে যেনতেনভাবে ডিগ্রি/সনদ প্রদান করে বর্তমানে যে শিক্ষা-বাণিজ্য চলছে ভবিষ্যতে তার চরম মূল্য দিতে হতে পারে বাংলাদেশকে। কারণ, এসব সস্তা সার্টিফিকেট অর্জনের মাধ্যমে জাতি মেধা-জ্ঞানহীন উচ্চশিক্ষিত একটি প্রজন্ম পেতে যাচ্ছে যারা আশপাশের দেশের গ্র্যাজুয়েটদের সাথে জ্ঞান-বুদ্ধির প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম হবে না।
এর অবশ্যম্ভাবী ফল দাঁড়াবে এই, দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানে/কোম্পানিতে নেতৃত্ব প্রদান বা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ভূমিকায় চলে আসবে প্রতিবেশী দেশ হতে চাকুরী করতে আসা পেশাজীবীরা, আর, দেশীয় ডিগ্রিধারীরা থাকবে তাদের ফুটফরমায়েশের কাজে। এভাবে ধীরে ধীরে প্রফেশনাল নেতৃত্ব চলে যাবে বিদেশ হতে চাকুরী করতে আসা লোকজনের হাতে।
আর দেরি না করে দেশীয় শিক্ষার মান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিন। শিক্ষা-বাণিজ্যের সীমাহীন লোভলালসায় একটা জাতিকে পঙ্গু করে দেবেন না; ভুলে যাবেন না, শিক্ষাই জাতির মেরুদন্ড।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০২৩ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: ওকে।