নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিডল ইস্ট-এর এক দেশ হতে এক বাঙালি ফোন দিয়ে আমার সাথে কানাডা ইমিগ্রেশন নিয়ে কথা বললেন। আমি তাঁকে কিছু পরামর্শ দিলাম।
শেষে তিনি প্রশ্ন করলেন, 'আপনার দেখানো পথে সাকসেসফুল হবার গ্যারান্টি কতটুকু?'
আমি বললাম, 'আমি গ্যারান্টি দেবার কে? আপনি যদি কোন মামলার জন্য ডক্টর কামাল হোসেন সাহেবের মতো গুণী আইনজীবীও নিয়োগ দেন, তিনি কি মামলার রায়ের গ্যারান্টি দিতে পারেন?'
- কিন্তু, এখানে (ওই দেশে) তো কিছু এজেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট, ত্রি হান্ড্রেড পার্সেন্ট, এ রকম গ্যারান্টি দিয়ে ইমিগ্রেশনের কাজ নিচ্ছে।
- ঐসব এজেন্ট কি কানাডার লাইসেন্সধারী কনসালটেন্ট?
- না, এরা কনসালটেন্টের এজেন্ট। মূল কনসালটেন্ট আপনাদের এডমন্টন শহরে থাকেন।
- টু হান্ড্রেড পার্সেন্ট, ত্রি হান্ড্রেড পার্সেন্ট-এর বিষয়টা খুলে বলবেন?
- চল্লিশ হাজার ডলারে টু হান্ড্রেড পার্সেন্ট, আর ষাট হাজারে ত্রি হান্ড্রেড পার্সেন্ট। এই প্যাকেজ নিলে এলএমআইএ, ওয়ার্ক পারমিটসহ পুরো ফ্যামিলি যেতে পারবে। অর্ধেক টাকা শুরুতে, আর অর্ধেক ভিসা হাতে পাবার পর। ... (আমার অচৈতন্য দেখে) কেন, আপনার বিশ্বাস হচ্ছে না?
- দেখুন, বিষয়টা আমার বিশ্বাস হবার বা না হবার কিছু না। তবে, আমার মনে হচ্ছে আপনি কোন কনসালটেন্ট বা তার এজেন্টের সাথে কথা বলেননি; কথা বলেছেন ডাইরেক্ট কানাডিয়ান ভিসা অফিসারের সাথে। খোঁজ নিয়ে দেখুন, উনি হয়তো ভিসা অফিসার!
যা বুঝার বুঝেছেন তো বন্ধুরা?
দ্রষ্টব্যঃ কানাডা অভিবাসন বিষয়ে আগ্রহ থাকলে 'এম এল গনি' লিখে (বা এখান থেকে কপি করে) গুগলে সার্চ দিন। অগ্রগণ্য পত্রপত্রিকায় প্রকাশিত অসংখ্য লেখা দেখতে পাবেন। জনগণকে সতর্ক করতেই আমার লেখালেখি।
০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:১৭
এমএলজি বলেছেন: আমার ফেইসবুক ওয়ালে এরকম উচ্চপদস্থ সরকারি সুবিধাভোগী অসংখ্য।
উনি মনে হয় আবারও কি কি লিখেছেন, সময় করে দুয়েকদিনের মধ্যে দেখবো।
আপনার সাহসী মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৪৯
আমি সাজিদ বলেছেন: গতকাল মেসেঞ্জারে কথা হয়েছিলো। ডিজি আংকেলের কথায় আমিও অবাক হয়েছি। পোস্টে প্লাস।