নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

আপনি বা আপনার সন্তান কি সহসাই উন্নতদেশে পড়াশোনা করতে যাচ্ছেন?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৩

= আপনি বা আপনার সন্তান কি সহসাই উন্নতদেশে পড়াশোনা করতে যাচ্ছেন? =

বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে কিছু বিষয় যেভাবে বিবেচনা করা হয় উন্নতদেশগুলোতে তা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। ফলে, অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কানাডা, আমেরিকা, যুক্তরাজ্য (UK) বা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে গিয়ে বিরূপ পরিবেশ-পরিস্থিতির শিকার হয়। ক্ষেত্রবিশেষে, তা বিপুল আর্থিক, মানসিক ক্ষতি, বা এমনকি, মূল্যবান জীবনহানির কারনও হতে পারে।

দীর্ঘ একুশ বছর সপরিবারে কানাডায় বসবাস, কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, চাকুরী, সেদেশে একাধিক সন্তান লালনপালন, এবং সর্বোপরি, দেশবিদেশের ইন্টারন্যাশনাল স্টুডেন্টসহ নানা স্তরের মানুষকে কানাডা ইমিগ্রেশন সেবা প্রদানের মাধ্যমে কানাডার জীবন পদ্ধতি সম্পর্কে আমার সম্যক ধারণা বা অভিজ্ঞতা হয়েছে। তারই কিছুটা আপনার সন্তানের কল্যানে শেয়ার করতে চাই।

বাংলাদেশ হতে উপরের দেশগুলোতে পড়াশোনা করতে যাওয়া অপেক্ষাকৃত তরুণ ছাত্র-ছাত্রীদের প্রস্তুতিমূলক ব্যবস্থার অংশ হিসেবে আমি কমবেশি ৬০ মিনিটের একটি personalized consultation -এর সূচনা করেছি। সাম্প্রতিক সময়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর ঘটে যাওয়া কিছু অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে এ বিশেষ পরামর্শ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।

সব দুর্ঘটনা বা দুঃসংবাদ পত্রপত্রিকায় আসে না; কানাডায় বসে আমি এ জাতীয় আরও অসংখ্য অনাকাঙ্খিত ঘটনার সাক্ষ্য হয়ে আছি যা স্রেফ অজ্ঞতার কারণেই আমাদের সন্তানরা ঘটিয়েছে। এসব ঘটনা ওই ছাত্রদের ইমিগ্রেশন হিস্ট্রিতে রেকর্ড হয়ে যাওয়ায় ভবিষ্যতে তাদের অভিবাসনের আবেদনও (PR) জটিল হয়ে উঠতে পারে।

Consultation-এর মূল লক্ষ্য তিনটি।

এক) নতুন শিক্ষাব্যবস্থার সাথে দ্রুত খাপ খাইয়ে লেখাপড়ায় ভালো করা;
দুই) নতুন সংস্কৃতিতে নিজেকে যথাযথভাবে মানিয়ে নিতে সহায়তা প্রদান;
তিন) পড়াশোনা শেষে কিভাবে সহজে জব মার্কেটে প্রবেশ করা যায় বা, নির্বিঘ্নে অভিবাসনের আবেদন করা যায় সে বিষয়ে মূল্যবান টিপস প্রদান।

কনসালটেশনটি মোট দশটি পয়েন্টে ভাগ করা হয়েছে। প্রয়োজনে আপনি নিজেও এ কন্সালটেশনের সুযোগ নিতে পারেন।

এ সেবা পেতে হলে আগ্রহী ছাত্রের স্টাডি পারমিট (ভিসা) অনুমোদনের একটি কপি এবং Resume নিচের ঠিকানায় ইমেইল করতে হবে। যাঁরা এসব ডকুমেন্ট এখনো পাননি তাঁরা আপাতত যোগাযোগ করবেন না।

ইমেইল: [email protected]
হোয়াটসএপ: +1 587 879 4321 [Text messages only]

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.