নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সহধর্মিনী কানাডার এডমন্টন পাবলিক স্কুল বোর্ডের শিক্ষক বলে আমাকে মাঝেমাঝেই স্কুলে যেতে হয়।
স্কুলের পার্কিং লটে তিনটি spot পদবি লিখে মার্ক করা আছে। অন্য স্পটগুলোতে কারো নাম বা পদবি নেই।
মার্ক করা স্পটগুলো হলো:
প্রিন্সিপাল,
এসিস্ট্যান্ট প্রিন্সিপাল এবং
কাস্টোডিয়ান।
- স্কুল ভবন যিনি ঝাড়পোছ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন [cleaner] তাঁর পদবি কাস্টোডিয়ান।
কানাডায় শ্রমের মর্যাদা এমনই।
Facebook: ML Gani
২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫০
এমএলজি বলেছেন: আপনি লেখার মূল পয়েন্ট ধরতে পারেননি।
২| ২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৯
সোনাগাজী বলেছেন:
আমি এই লেখার মুল পয়েন্ট ধরতে চাই! আপনার সাহায্য নেয়া যাবে?
৩| ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩২
অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে যে যতো বড় চোর , তার মর্যাদা ততো বেশী।
৪| ২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৮
সোনাগাজী বলেছেন:
সেই স্কুলে ৩ জন কাজ করেন, বাকীরা আড্ডা দেন?