নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগলের প্রলাপ! =
পরিচয়হীন এক পাগল গ্রামের এক বাজারে আশ্রয় নিয়েছেন কয়েক বছর হলো। তিনি কাউকে তেমন বিরক্ত করেন না, নিজের মতোই থাকেন।
কেউ না কেউ কিছু খাবার দিয়ে যান। তাতেই তাঁর দিন চলে। কথাবার্তা বলেন কম, বললেও তা অসংলগ্ন। এলাকাবাসী তাঁকে পাগল বাবা বলেই ডাকেন।
এরই মাঝে এলাকায় ইউপি চেয়ারম্যান নির্বাচন হলো। নির্বাচনের ফল বেরুতেই পাগল বুক চাপড়ে কাঁদতে শুরু করলেন।
এক মুরুব্বি তাঁর কাছে জানতে চাইলেন, কি মনে করে আপনি কাঁদছেন পাগল বাবা?
- জানেন না, বোচন ইলেকশনে জিতেছে!
- তো, বোচন জিতলে আপনার ক্ষতি কি?
- ক্ষতি নেই; কিন্তু, বদু চোর যে হেরেছে?
- বদু চোর হারলেই বা আপনার ক্ষতি কি?
- ক্ষতি আছে, বোচন তো ডাকাত।
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৫
এমএলজি বলেছেন: চিন্তার স্বাধীনতা আপনার রয়েছে। এতে আমি ব্যথিত নই।
শুভকামনা।
২| ১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৯
জ্যাক স্মিথ বলেছেন: মানে পরিষ্কার; হয় চোর অথবা ডাকাত আমাদের প্রতিনিধীত্ব করে।
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৬
এমএলজি বলেছেন: বাংলাদেশের বাস্তবতা।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট গুলোও প্রলাপ বলেই মনে করি।