নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে কানাডা অভিবাসনের নামে বিস্তর প্রতারণা চলে, এ কারো অজানা নয়। তবে, প্রতারণার মাত্রা যে কি পর্যায়ে পৌঁছেছে তা নিচের কয়েকটা লাইন পড়লে টের পাবেন।
বাংলাদেশ হতে এক দম্পতি আমার সাথে সেদিন কথা বললেন। ভদ্রলোক নাকি কানাডার ডালহৌসি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ (IRCC) হতে স্টুডেন্ট ভিসাও পেয়েছিলেন। তারপর, বাংলাদেশ হতে প্লেনে চড়তে গিয়ে জানতে পারেন তাঁর কাছে থাকা এডমিশন অফার, ভর্তির কাগজপত্র, কানাডার ভিসা, সবই ভুয়া। বাংলাদেশের যে এজেন্ট এ বিষয়ে কাজ করেছিল তারা নাকি অন্য অনেকের সাথে একই ধরণের প্রতারণা করে অফিস ছেড়ে পালিয়েছে। [সন্দেহ করা হচ্ছে, এদের সাথে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনের বোঝাপড়া আছে।]
এই ক্লাইয়েন্ট বছর দুয়েক আগে আমার সাথে আরেকবার কথা বলেছিলেন। সবকিছুতে আমার 'ফি' নেবার বিষয়টি তাঁর পছন্দ না হওয়ায় তিনি ফ্রি-তে কাজ করতে ওই এজেন্টের কাছে গিয়েছিলেন। শেষতক কাজ তো হয়নি, বরং, লাখ পাঁচেক টাকা তিনি খুঁইয়েছেন।
এ বিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থার কেউ সহযোগিতা দিতে চাইলে আমি ওই ভদ্রলোকের সাথে কানেক্ট করিয়ে দেব। ইমিগ্রেশনের নামে প্রতারণামূলক কর্মকান্ড হতে জনগণকে সুরক্ষা দেবার দায়িত্ব সরকারের রয়েছে।
ML Gani, RCIC
Canadian Immigration Consultant
[email protected]
২৩ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:০০
এমএলজি বলেছেন: আমার ব্যবসা বন্ধ হয়ে গেলে আপনার কি বিশেষ লাভ আছে?
পারলে নিজেও কিছু করে দেখান।
বাঙালি বরাবরই পরশ্রীকাতর।
২| ২৩ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৪:২৩
অনল চৌধুরী বলেছেন: আপনি যার বিরুদ্ধে লিখেছেন, সেও আপনাকে পরশ্রীকাতরই বলবে।
আমি অভিবাসন ব্যবসায়ী না।
সুতরাং আপনার ব্যবসা বন্ধ হয়ে গেলে আমার কোনো লাভই নাই।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৬
নূর আলম হিরণ বলেছেন: অনল চৌধুরী আপনার মন্তব্যটি দৃষ্টিকটু! উনি উনার সার্ভিস দেওয়ার জন্য ফি অবশ্যই নিতে পারেন এবং উনি সেটা প্রচারণাও করতে পারেন। যাতে উনি আরো বেশি মানুষকে সার্ভিস দিতে পারেন এবং বেনিফিটেড হতে পারেন।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪১
রানার ব্লগ বলেছেন: ফ্রী এর চক্করে পরে অনেকেই সর্বহারা হয়েছে।
৫| ২৩ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৭
নাহল তরকারি বলেছেন: খারাপ। খুব খারাপ।
৬| ২৩ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যিনি প্রতারিত হয়েছেন, তিনি নিজেই তো লিগ্যাল অ্যাকশনে যেতে পারেন। আর এই প্রসেসটা তো একদিনের বিষয় না, এই দীর্ঘদিনেও তিনি বুঝতে পারেন নি যে তিনি ভুয়া একটা অ্যাজেন্টের সাথে কাজ করতে যাচ্ছেন?
যাই হোক, সচেতনতামূলক পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।
৭| ২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: ভদ্রলোক প্রতারনার শিকার হয়েছেন।
দেশের আইন শংখলা বাহিনী যেমন জড়িত তেমনি আপনার মতো কেউ না কেউ জড়িত আছে।
৮| ২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪২
অনল চৌধুরী বলেছেন: নুরুল ইসলাম হিরণ , তার আক্রমণাত্মক মন্তব্য আপনার কাছে দৃষ্টিকটু মনে হয়নি ???
আপনাদের প্রায় সবার মধ্যেই এরকম একচোখা নীতি দেখি।
আমার মন্তব্য কেমন সেটা তাকেই বলতে দেন।
তার সাথে আমার কথা হয়েছে।
৯| ২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রতারনার বিষয়টি কারও জানা থাকলে
অবশ্যই সকল মাধ্যমে তা প্রচার করা উচিৎ
যেন আর কেউ প্রতারকের ফাঁদে না পড়ে !
..............................................................................
এজন্য উনার সমালোচনা করা অনুচিৎ ।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪২
অনল চৌধুরী বলেছেন: এই সুযোগে কি নিজের ব্যাবসা বা। বাড়াতে চাচ্ছেন ?