নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম ক্ষেত্র:
ধরুন, আপনি কানাডায় কোন অপরাধে অভিযুক্ত হলেন। তদন্ত শেষে আপনাকে অব্যাহতি দেয়া হলো।
প্রশ্ন হলো, এ ঘটনা পরবর্তীতে আপনার কানাডার PR (স্থায়ী অভিবাসন) আবেদনে প্রভাব ফেলবে কিনা?
উত্তর: না, সমস্যা হবে না।
দ্বিতীয় ক্ষেত্র:
ধরুন, আপনি বাংলাদেশে (বা অন্যকোন দেশে) কোন অপরাধে অভিযুক্ত হলেন। তদন্ত শেষে আপনাকে অব্যাহতি দেয়া হলো।
প্রশ্ন হলো, এ ঘটনা পরবর্তীতে আপনার কানাডার PR (স্থায়ী অভিবাসন) আবেদনে প্রভাব ফেলবে কিনা?
উত্তর: নেতিবাচক প্রভাব ফেলতেও পারে। কারণ, কানাডা খতিয়ে দেখবে অভিযোগটা কি ছিল? তার তদন্ত/বিচার কিভাবে হয়েছে? কানাডার আইন এই অভিযোগ কিভাবে দেখে? ইত্যাদি।
পরামর্শ:
বাংলাদেশে কোন অপরাধে অভিযুক্ত হয়ে তা থেকে অব্যাহতি পেলে বিষয়টা যেন কানাডায় ভিজিট ভিসা বা অন্য কোন আবেদনে চেপে না যান। এমন এক ঘটনায় আমার এক ক্লাইয়েন্টের বিস্তর ভোগান্তি হচ্ছে।
Contact: [email protected]
©somewhere in net ltd.