নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের পাশের প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়া থেকে এক বাংলাদেশী আমাকে ফোন দিলেন।
কন্যার বিবাহ নিয়ে আমার সহায়তা চেয়ে তিনি বললেন, 'ভাই, আপনি তো অনেককে বৈবাহিক সম্পর্কের ব্যাপারে হেল্প করেছেন বলে শুনেছি। আমার কন্যার জন্য কাউকে পাওয়া যায় কিনা দেখুন না প্লিজ।'
- কেমন পাত্র দরকার?
- ওর কাছাকাছি বয়স, ব্যাচেলর ডিগ্রি হলেই চলবে; আর, চাকুরী তো একটা থাকতেই হবে।
- আপনাদের চাহিদা তো সিম্পল। এমন যোগ্যতার পাত্র পাওয়া তো কঠিন হবার কথা না। আপনি নিজে খোঁজখবর নিয়েছেন?
- জি ভাই, একটা খুব ভালো বাংলাদেশী পাত্র পেয়েছিলাম। মেয়েকে দেখানোও হয়েছিল। কিন্তু সে না করে দিয়েছে।
- কারন?
- বলতে লজ্জা করছে, ছেলেটার নাকি মাসল (muscle) নেই। মাসল নাই এমন ছেলে সে বিয়ে করবে না বলে জানালো। বুঝেন তো, এসব দেশে বেড়ে উঠা বাচ্চারা brutally honest, যা মনে আসে তাই বলে ফেলে।
'brutally honest' মানে কি জানেন বন্ধুরা? এর অর্থ, মারাত্মক রকম সৎ, মানে, খুবই সৎ।
২| ০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:১২
ঋণাত্মক শূণ্য বলেছেন: বাহ, মেয়েতো ভালো মনে হচ্ছে (বাঙ্গালী চিন্তা-চেতনায়)!
আমার পরিচিত একজন মেয়ে (আম্রিকা প্রবাসী) পুলিশকে ফোন দিয়েছিলো যখন তার বাবা তাকে এরেঞ্জ ম্যারেজ করানোর জন্য পাত্র পক্ষকে বাড়িতে ডেকেছিলো!
৩| ০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আবার আসলাম একটা হাসি দিতে। প্রথম বার 'মাসল' কথাটার ইঙ্গিত ধরতে পারি নাই
আমার ছেলে হোস্টেলে উঠেছে। মেসেজ পাঠালো, আব্বু, দ্য রুম ইজ ভেরি সেক্সি
আমরা যে-সব কথা এখনো বাবা-মায়ের সামনে উচ্চারণ করতে পারি না, এরা দেখি সেগুলোকে আদৌ আপত্তিকর মনে করে না
তবে, আমাদের মেয়েরা এখন খুব স্মার্ট। তারা ছেলেকে প্রশ্ন করতে করতে নার্ভাস করে ফেলে। এর উপকারিতাও অনেক। আগে তিতা, পরে মিঠা।
৪| ০৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:১১
অপ্সরা বলেছেন: পোস্ট আর কমেন্ট পড়ে হাসতে হাসতে মরলাম।
৫| ০৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের ছেলেরাও এখনও ব্রুটালি অনেস্ট মেয়েদের জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে প্রস্তুত নয়...
৬| ০৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:০৮
বিটপি বলেছেন: - কেমন পাত্র দরকার?
- ওর কাছাকাছি বয়স, ব্যাচেলর ডিগ্রী হলেই চলবে; আর চাকুরী তো একটা থাকতেই হবে।
কই, এর মধ্যে তো মাসলের কথা বলা নেই! মাসলওয়ালা পাত্র তো হাই ক্লাসের পাত্র। রেগুলার ঘি, দুধ, ডিম, এভোকাডো, গরুর মাংস খাওয়া পাত্র। এরকম পাত্র কি আর সহজে পাওয়া যায়?
৭| ০৯ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:৫৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: ছেলে যদি ফর্সা এবং ৩৬-২৪-৩৬ মেয়ে খুঁজতে পারে মেয়ে কেন মাসল বিশিষ্ট ছেলে খুঁজতে পারবে না। বিয়ের আগে দেখেশুনে নিলে ভালো না। আমাদের দেশের মেয়েরা অনেকে লজ্জায় বলে না। প্রবাসী মেয়ের জড়তা কম তাই বলে দিয়েছে। লজ্জা করলে তো পরে পস্তাবে।
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাস্ট লাইন না পড়লে তো আমিও জানতাম না, হোয়াট ইজ কল্ড ব্রুটালি অনেস্ট
অনেক আগে এক মেয়ের সাথে আমার আলোচনা হচ্ছিল। বলা যায় বিতর্ক। আমার ধারণা ছিল, মেয়েরা নিজেরা ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে, তার বাবা, ভাই, স্বামীদেরকেও এসব থেকে দূরে থাকার পরামর্শ দেয়। তো, ঐ মেয়ে খুবই অ্যাডামেন্ট, তার হাজব্যান্ডকে অবশ্যই ঘুষ নিতে হবে। নইলে সংসারে সুখে থাকা যাবে না।
তো, এই মেয়ের কথা শুনে আজ আমার পরিচিত সেই মেয়ের কথা মনে পড়লো।
একটা মেয়ের জীবনে ব্রুটালি অনেস্ট পাত্রের চাইতে প্রিয় পাত্র আর কী হতে পারে?