নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
= 'হবে নয়', 'হচ্ছে' শুনতে চাই =
বঙ্গবন্ধু মনেপ্রাণে চাইতেন, উন্নতদেশগুলোর মতো বাংলাদেশের সরকারি কর্মচারীরাও জনগণের সেবক হবেন। কিন্তু, কালের আবর্তে বাস্তবতা বিপরীত।
প্রভু-ভৃত্য সম্পর্কের আদলে সরকারি অফিসারদের 'স্যার' সম্বোধন না করায় তাঁদের হাতে সাধারণ মানুষের নাজেহাল হবার ঘটনা মাঝেমাঝেই পত্রিকায় পড়ি। এটা কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের ডাইরেক্ট অপোজিট।
দুঃখজনক হলেও সত্য, বেশিরভাগ বাঙালিই রাজনৈতিক উদ্দেশ্যে জাতির পিতার আদর্শের বুলি আওড়ালেও তাঁদের কর্মকান্ডে তা প্রমান করেন না।
বড়ো নেতারা তাঁদের বক্তৃতায় 'জাতির জনকের আদর্শ বাস্তবায়ন করতেই হবে' এমন ঘোষণা প্রতিদিনই দেন। কিন্তু, এই বাস্তবায়নের শুরুটা কিভাবে হবে, বা কারা এ মহান কাজটি শুরু করবেন তা স্পষ্ট করেন না।
নেতা যায়, নেতা আসে, কিন্তু, এই 'হবে'টা কেবল ভবিষ্যত কালের খাঁচায় বন্দি থাকে। কেউ দায়িত্ব নিয়ে কাজটা শুরু করবেন কি?
'হবে নয়', 'হচ্ছে' শুনতে চাই।
এম এল গনি
২| ৩০ শে মার্চ, ২০২২ সকাল ৮:৫১
সোনাগাজী বলেছেন:
মনে হয়, আপনি আমার প্রশ্নের উত্তর তৈরি করছেন!
৩| ৩০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: খুব নগন্য কিছু সংখ্যক বাদে সরকারী কর্মচারীদের ব্যবহার প্রচন্ড খারাপ।
৪| ৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০১
রাজীব নুর বলেছেন: জাতির পিতার আদর্স কারো মধ্যে নাই। কিন্তু সবাই শেখ মুজিব বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০২২ রাত ১২:২০
সোনাগাজী বলেছেন:
বংগবন্ধুর আর্দশটা কি?