নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
= খন্ড স্মৃতি =
সেই মাঠ, সেই পাখি, সেই হাঁটাপথ
সেই জলাধার, সেই ঘাট, সেই ধানক্ষেত
সেই বেতফল, সেই কামরাঙ্গা, সেই বাঁশঝাড়
সেই ফড়িং, সেই দোয়েল, সেই খাল।
সেই সেঁতু, সেই ইট-রাস্তা, সেই তেঁতুল গাছ
সেই নুরুল, সেই ঋণা, সেই মাজার
সেই রাজেন্দ্র বাবু, সেই আলী মাস্টার, সেই প্রফুল্ল স্যার
সেই রিকশা ভ্যান, সেই চটপটি চাচা, সেই মুড়ি ঝাল।
সেই পাগলী, সেই নবী চাচা, সেই সুপারি বাগান
সেই কবুতর, সেই নেড়ি কুকুর, সেই বিড়ালছানা
সেই সাপ, সেই বানর, সেই পুটি
সেই আখক্ষেত, সেই যাত্রাদল, সেই বাদাম ওয়ালা।
সেই খাতা, সেই ইট, সেই ট্রেন
সেই অভিসার, সেই রিক্সা, সেই সাধুবাবা
সেই পারুল ফুল, সেই জোতিষী, সেই মনভোলা
সেই কালো সিন্ধুক, সেই নোটবুক, সেই মরচে পড়া তালা।
সেই চুরি, সেই চুড়ি, সেই ছুরি
সেই কিশোর, সেই কোলাহল, সেই দিন
সেই ইঁদুর, সেই শিয়াল, সেই পন্ডিত
সেই ডাক্তার, সেই প্রেম, সেই প্রতারণা।
সেই চা দোকান, সেই ডিম পরোটা, সেই চরিত্রহীনা
সেই লাইব্রেরি, সেই শহীদ মিনার, সেই বনাজী হালুয়া
সেই রমজান মাস, সেই বরফখণ্ড, সেই ঈদ
সেই সংগীত, সেই কাকলি, সেই লেনাদেনা।
সেই ত্রিতল ভবন, সেই ইকবাল, সেই মেরী
সেই রাস্তার মোড়, সেই রকিব, সেই গোমেজ
সেই কলেজ হোস্টেল, সেই কবি, সেই প্রেমিকা
সেই সোলস, সেই পাহাড়, সেই নেশাখোরের দল।
সেই পার্ক, সেই শরীরী প্রেম, সেই ফুল ওয়ালী
সেই ইট, সেই খাতা, সেই ট্রেন
সেই বিয়েবাড়ি, সেই পটকা, সেই কাশেমের লাশ
সেই পুকুর পাড়, সেই মাছ-ফাঁদ, সেই ধীরে চলা জল।
সেই চড়ুইভাতি, সেই ইটের চুলো, সেই মাটির বাসন
সেই পাহাড়ী ঢাল, সেই পেয়ারা, সেই ঝাউবন
সেই ধানের কল, সেই রেডিও, সেই ইদ্রিস মিয়া
সেই কবরস্থান, সেই খোদেজাদের বাড়ি, সেই মক্তব।
সেই চোর, সেই গৃহ শিক্ষক, সেই নিষিদ্ধ প্রেম
সেই হুজুর, সেই পাখি আপু, সেই অবাধ্য ওড়না
সেই শাসন, সেই আসন, সেই অযাচিত আদর
সেই অমাবস্যা রাত, সেই সুখস্মৃতি, সেই বেয়াদ্দব।
২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:৪৯
এমএলজি বলেছেন: কবিতা তেমন লিখিনা।
পড়েছেন বলে ধন্যবাদ।
২| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ১০:১০
আলমগীর সরকার লিটন বলেছেন: মন মিনারের দিকে তাকালে সেই এক খণ্ড স্মৃতিময় মনে হয়-------------
২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:৫০
এমএলজি বলেছেন: কবিতা তেমন লিখিনা।
পড়েছেন বলে ধন্যবাদ।
৩| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ১০:২১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সেই সেই কবিতা সুন্দর হয়েছে।
২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:৫০
এমএলজি বলেছেন: কবিতা তেমন লিখিনা।
পড়েছেন বলে ধন্যবাদ।
৪| ২৮ শে মার্চ, ২০২২ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: বাহ সুন্দর কবিতা।
কবিতা ভালোই লিখেন।
২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:৫০
এমএলজি বলেছেন: কবিতা তেমন লিখিনা।
পড়েছেন বলে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ৯:১৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেই কবিতা, সেই সুন্দর