নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'আমি কেন কাঁদবো?'
জাকির মিঞার তিন বিয়ে। প্রথম দুই স্ত্রীর সাথে সংসার টেকেনি। তৃতীয় স্ত্রীর সাথে টানা সাতাশ বছর সংসার করে তিনি মারা গেলেন। শেষের স্ত্রীর নাম সমশুনির মা।
জাকির মিঞা জীবনে বিস্তর খাটাখাটুনি করে মাত্র তেষট্টি বছর বয়সে রোগশোকে ভুগে মারা গেলেন। মারা যাবার আগে আগে টানা ষোলদিন জ্বরে ভুগেছিলেন; ভালো চিকিৎসাও পাননি। তাঁর বড়ো ছেলের বউ মাবিয়া অনেক যত্নআত্তি করেও শ্বশুরকে বাঁচাতে পারেননি। ওদিকে সমশুনির মা স্বামীর দেখভাল তেমন করেননি।
এক ভোরে জাকির মিঞার ঘুম ভাঙতে দেরি হলে মাবিয়া 'বাবা' 'বাবা' বলে ডাকতে গিয়ে দেখলেন 'বাবা' আর নেই। ছেলেমেয়েদের সাথে মাবিয়া ও বিলাপ করতে করতে কেঁদে বুক ভাসালেন। আর, সমশুনির মা-পাশের কক্ষ হতে এসে কেবল এক নজর দেখে গেলেন নিথর জাকির মিঞাকে। তারপর দেরি না করে একই মহল্লায় বসবাসরত পাড়ার 'বান্ধবী' সোনাইয়া মা'র ঘরে বসে পান চিবোতে লাগলেন। কথাবার্তাও বলছেন স্বাভাবিক ঢংয়ে; যেন তাঁর নিজ বাড়িতে কিছুই ঘটেনি। কান্নাকাটি বা শোক-বিলাপের কোন আলামত নেই তাঁর চেহারায়।
নির্বিকার অবস্থা দেখে সোনাইয়ার মা সমশুনির মার কাছে জানতে চাইলেন স্বামীর মৃত্যুতে তিনি কেন কান্নাকাটি করছেন না।
সমশুনির মা জবাব দিলেন, 'আমি কি তাঁর একমাত্র বউ ছিলাম যে আমাকেই কাঁদতে হবে? আমি কেন কাঁদবো?'
২| ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৭
রাজীব নুর বলেছেন: একের অধিক যারা বিবাহ করে তাঁরা দুষ্ট লোক।
৩| ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৮
রানার ব্লগ বলেছেন: মৃত্যু ব্যাপারটা কষ্টদায়ক !!!
৪| ১৬ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: দুঃখজনক। মানুষের মৃত্যুতেও আজকাল মানুষের মন গলে না
৫| ১৬ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মৃত্যু অনিবার্য তারপর কষ্টকর।
৬| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:১৬
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: কান্নাকাটি করাই উচিত নয়
বিয়ে থা করাও উচিত না
৭| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: নিদারুণ প্রশ্ন দিয়ে শেষ হলো।
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০২২ সকাল ১১:১৬
সোবুজ বলেছেন: তারা একসাথে সংসার করেছে কিন্তু মায়া মহব্বত হয় নি।যান্ত্রিক জীবন জাপন করেছেন।