নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের ৫০ বছর পূর্তিতে যে কাজটি করা দরকার

১৮ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৫০

বিজয়ের ৫০ বছর পূর্তিতে যে কাজটি করা দরকার =

ওসি প্রদীপের শ্বশুর প্রদীপকে ছয়তলা বাড়ি দান করলেও নিজের দুই ছেলেকে কখনো কিছু দান করেননি। দুই ছেলের নামে উল্লেখযোগ্য কোন সম্পদও নেই। কেমন হাস্যকর অবস্থা, তাই না? আর, ওদিকে প্রদীপের গৃহবধূ স্ত্রীও (স্বামীর অসীম আয় জায়েজ করতে) রাতারাতি বনে গেছেন বড়মাপের কমিশন ব্যবসায়ী ও মৎস্য ব্যবসায়ী।

এতো গোঁজামিলের পরও ওসি প্রদীপ তার সম্পদের যথাযথ হিসেব মেলাতে পারছে না। পিতার দিক থেকেও তেমন কিছু দেখাতে পারছে না; কারণ, তিনি ছিলেন একটি সরকারি প্রতিষ্ঠানের সামান্য বেতনের দারোয়ান।

প্রশাসন বা পুলিশের চাকুরীতে এতই যেহেতু মজা কারিগরি শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা প্রশাসন বা পুলিশ ক্যাডারে যাবে না কেন? দিনরাত পরিশ্রম করে টেকনিক্যাল লোকেরা স্বাস্থ্যব্যবস্থা, কারিগরি ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবেন, আর ওদিকে প্রদীপের মতো সরকারি কর্মচারীরা অঢেল অর্থ-সম্পদের হিসেব দিতে হিমশিম খাবেন, তা কি যুক্তিতে টেকে?

বিজয়ের ৫০ বছর পূর্তিতে দুর্নীতির ক্যান্সারাক্রান্ত এ রুগ্ন পরিস্থিতির উন্নয়নে বছরে অন্ততঃ দুইবার সরকারি কর্মচারী-কর্মকর্তা ও ক্ষমতাসীন দলের রাজনীতিক ও তাঁদের আত্মীয়দের সম্পদ অর্জনের হিসেব নিয়ে পাবলিককে তা জানানোর উদ্যোগ নেয়া যায় না? তাহলে এ দিনদুপুরে ডাকাতি কিছুটা হলেও কমবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১০

রংবাজপোলা বলেছেন: হক কথা কইছেন। এইগুলার লাহান জাতিকে শিকখিত করতে হইবে।

২| ১৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১০

রংবাজপোলা বলেছেন: কদমবুছি দিতে ভুইল্যা গেছি। কদমবুছি লইয়েন।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: সহমত।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.