নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

\'টিট ফর টেট\' =

০৬ ই মে, ২০২১ রাত ৯:১৮

'টিট ফর টেট' =

ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় বাংলাদেশের কিছু মানুষ ফেইসবুকে আনন্দ উল্লাস করছে দেখে আমি ব্যথিত। এটি ঠিক নয়। কারণ, পাশের দেশের এ দুরাবস্থা আমাদের দেশেও সংক্রমিত হবার সমূহ সম্ভাবনা রয়েছে। ঘটনাটা অনেকটা প্রতিবেশীর বাড়িতে আগুন লাগার মতো। ওই আগুন নেভাতে অন্য প্রতিবেশীরা উদ্যোগী না হলে শেষতক সবারই সর্বনাশ অনিবার্য।

সামাজিক বিষয়গুলোও সেরকম। ভারতে মৌলবাদী গোষ্ঠীর উত্থানে বাংলাদেশে যাঁরা তৃপ্তির ঢেঁকুর গিলে বগল বাজাচ্ছেন তাঁরা আসলে নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন। কারণ, পাশের দেশে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হতে দেখলে বাংলাদেশেও সংখ্যাগুরুদের একাংশ অনুরূপ পরিস্থিতি তৈরী করার সুযোগ খুঁজতে থাকবে। ইংরেজিতে যাকে বলে 'টিট ফর টেট'। এতে ক্ষতিগ্রস্থ কারা হতে পারেন তা বলার অপেক্ষা রাখে না।

তাই চলুন, ঘৃণা-বিদ্বেষ দূরে সরিয়ে রেখে আমরা একে অন্যের মঙ্গল কামনা করি। সেটাই হবে টেকসই।

এম এল গনি, কানাডীয় ইমিগ্রেশন কনসালটেন্ট।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২১ রাত ৯:২৬

জটিল ভাই বলেছেন: এই হিংস্রতায় আমিও চিন্তিত ও ব্যাথিত :(
আল্লাহ্ সবাইকে হিদায়াত করুন..........

২| ০৭ ই মে, ২০২১ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: যারা আনন্দ উল্লাস করছে তারা মানুষ নয় শুয়োর।

৩| ০৭ ই মে, ২০২১ রাত ১২:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিপদগ্রস্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবধর্ম।
প্রতিবেশীর দুঃখে বা বিপদে যারা উল্লাস করে তারা
মুমিন নয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব।
এই মহত্ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। অসহায়-নির্যাতিত
মানুষের দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মন-মানসিকতা
যাদের নেই তাদের ইবাদত-বন্দেগি আল্লাহর দরবারে কবুল হয় না।
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ-দুর্বিপাক দিয়ে আল্ল­াহ তায়ালা ধর্মপ্রাণ
মানুষের ঈমানের দৃঢ়তা পরীক্ষা করেন, আর দেখেন বিপদগ্রস্ত অসহায়
মানুষের জন্য কারা সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন,
‘পৃথিবীর ওপর যা কিছু আছে আমি সেগুলোকে এর শোভা করেছি,
মানুষকে এ পরীক্ষা করার জন্য যে, তাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ।’

(সূরা আল-কাহফ, আয়াত-৭)

সুতরাং কারো বিপদে উল্লাস নয় সহয়তার হাত বাড়ানো কর্তব্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.