নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

লিভিং রুমের অলংকার =

০২ রা এপ্রিল, ২০২১ ভোর ৬:২২

লিভিং রুমের অলংকার =

কয়েক বছর আগে দেশে গেলে দাওয়াত পেয়ে এক ব্যবসায়ীর বাসায় বেড়াতে গেলাম। গেলাম মানে, আসলে তিনি এসে নিয়ে গেছেন।
খুব সুন্দর সাজানো গুছানো সুপরিসর ফ্ল্যাট। বেশ কিছু বইয়েরও কালেকশন দেখলাম লিভিং রুমের এক কোনায়। আমার এক লেখক বন্ধুর বই দেখে একটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখলাম।

হোস্ট আমার সামনে বসা। ওখানে তো আর বই পড়ার সুযোগ নেই! তাই, তাঁকেই অনুরোধ জানালাম ওই বইয়ের সারমর্ম বলতে।

তিনি মুচকি হেসে বললেন, আসলে ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ব্যস্ত থাকি। পড়ার তেমন সুযোগ করতে পারিনা। আপনি পড়তে চাইলে নিয়ে যান। সমস্যা নেই।

আবদার আরো বিসতৃত করে বললাম, আমি কি একেবারে কানাডা নিয়ে যেতে পারবো? এখানে তো মনে হয় পড়ার সুযোগ হবে না।

- কোন সমস্যা নেই, নিয়ে যান।

ধন্যবাদ দিয়ে বইটি নিলাম।

ভাবছি, বাংলাদেশে যাঁরা বই কেনেন, তাঁদের কত শতাংশ আসলে বইগুলো পড়েন? নাকি স্রেফ status symbol হিসেবে বইগুলো লিভিং রুমের অলংকার হয়েই থাকে?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২১ সকাল ৯:০৩

রাস্তাফুলিশ বলেছেন: বই কিনলেও হতো, বেশিরভাগতো বই মেলায় গিয়ে ছবি তুলে ভিড় বাড়ায় :-/

২| ০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: আমার ঘরে যে বই আছে, তার অর্ধেক আমি পড়ি নি। গিফট পেয়েছি। বই তো আর ফেলে দিতে পারি না। তাই সাজিয়ে রেখেছি।

৩| ০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:৫২

ওমেরা বলেছেন: সবাই যে পড়ে না মনে ঠিক না । না পড়লে বই কেনা ,বা ঘরে থাকা ভালো , নাড়া চারা করতে করতেই কোন এক সময় পড়াও হবে ।

৪| ০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৩

লেখাজোকা শামীম বলেছেন: সবাই পড়ুয়া না, কেউ কেউ পড়ুয়া। পরিবারের সবাই পড়ুয়া না হতেও পারে। আমার পরিবারে আমি সবচেয়ে বেশি পড়ুয়া। অন্যরা ততটা নয়। এটাই স্বাভাবিক।

৫| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৬

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমার বাসায় যে বই আছে তার ৯৫% ই পড়েছি। শুধু পড়িইনি কিছু বই ৪/৫ বার ও পড়েছি। প্রচুর বই পড়তাম একসময়। এখন বই এর স্থান দখল করেছে ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য অনলাইনে বিষয়সমুহ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.