নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

তবে কি প্রতারক হয়ে জন্মানোই সৌভাগ্যের?

১৮ ই মার্চ, ২০২১ রাত ১২:০৪

প্রতারক সাহেদ বা সাবরিনারা যখন আদালতে হাজিরা দিতে আসেন তখন তাঁদের চেহারার ফুরফুরে ভাব দেখে বুঝতে বেগ পেতে হয়না তাঁরা জেলখানায় কতটা সুখে আছেন। এঁদের কাউকে কখনো খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় না, বা কারো কাঁধে ভার দিয়ে তাঁরা আদালতে আসেন না। হাজিরা শেষে জেলখানায় ফিরে যানও একপ্রকার হাসিমুখেই। কারণ, তাঁরা জানেন ওখানে তাঁরা সেইফ। প্রতারকদের কেউকেউ আবার কারাগারে ডিভিশনও পান!

আর, ওদিকে কার্টুনিস্ট কিশোর, লেখক (পুলিশ হেফাজতে মৃত) মুশতাক বা শিল্পী শহিদুলের মতো সৃজনশীল মানুষগুলোকে জেলখানা হতে আদালতে আনলে দেখা যায় পুরোপুরি ভিন্ন চিত্র। কেউ খুঁড়িয়ে হাঁটেন, কেউ সোজা হয়ে দাঁড়াতে পারেন না, কারো চোখেমুখে রাজ্যের দুশ্চিন্তা, ভীতি, কতো কি! অভিযোগ রয়েছে, আটকের পর আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতনের অংশ হিসেবে লেখক মুশতাক আহমেদকে বৈদ্যুতিক শকও দেয়া হয়েছিল।

তবে কি ডিজিটাল বাংলাদেশে আপোষহীন লেখক-শিল্পী হবার চেয়ে প্রতারক হয়ে জন্মানোই সৌভাগ্যের?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: নষ্টরাই ভালো থাকে। ভালো খায়।

২| ১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৮

কল্পদ্রুম বলেছেন: প্রতারক হিসেবে তো জন্ম নেওয়া সম্ভব না।তবে মনে হয় জন্মের পর সাহেদ সাবরিনার মতোন মানুষদের জীবনের লক্ষ্যই থাকে দেশের সেরা প্রতারক হওয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.