নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

স্বামীর অর্থসম্পদ আপনার একার নয় =

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২২

স্বামীর অর্থসম্পদ আপনার একার নয় =

ধরুন, আপনার স্বামী কোথায় কত টাকা জমা রেখেছেন সব তথ্য আপনাকে দিয়ে রেখেছেন। এরই মাঝে তিনি মারা গেলেন। তাঁর মৃত্যুর পর আইনগত উত্তরাধিকারীদের কাউকে না জানিয়ে আপনি কি গোপনে মৃত স্বামীর রেখে যাওয়া অর্থ-সম্পদ আত্মসাৎ করতে পারেন?
উত্তর, না, তা পারেন না।

কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাই মরহুম জগলুল ওয়াহিদের স্ত্রী এমন ঘটনা ঘটিয়ে বর্তমানে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তিনি গোপনে স্বামীর ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যাংক হতে তুলে নিয়েছেন। আইনের দৃষ্টিতে এটি প্রতারণা। কারণ, মৃতব্যক্তির রেখে যাওয়া অর্থকড়ি ও সহায় সম্পদ আইনগত উত্তরাধিকারিগনের সম্মতিতেই ভাগবাটোয়ারা করতে হয়, গোপনে নয়।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: টাকা পয়সা সব নষ্টের মূল।
তাই টাকা ময়সা কম থাকাই ভালো।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: মৃত্যুর পরে ব্যাংকের টাকা যখন নমিনি পায় সেটার মালিক কি সে না? আইন কি বলে? যদি না হয়ে থাকে সেই ক্ষেত্রে নমিনি রাখার দরকার কি?

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৯

এমএলজি বলেছেন: যতটা জানি, নমিনি ব্যবস্থাটা ব্যাংকের সুবিধার্থে। নইলে মালিক মারা যাবার পর তাঁর সকল উত্তরাধিকারদের ডাকার একটা দায়বদ্ধতা থেকে যেত ব্যাংকের।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১২

মোহামমদ কামরুজজামান বলেছেন: টাকার লোভ বড় লোভ।এ লোভ থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব না তা সে সমাজের যেই অবস্থার এবং অবস্থানের মানুষই হোকনা কেন।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৩

নীল আকাশ বলেছেন: সম্ভবত বিষয়টা আরো ব্যাপক। স্ত্রী ভারতীয়, ২য় পক্ষ। এই মেয়ে এইদেশে এসেছিল নার্স হিসেবে। এখন দাবী করছে বিয়ে হয়েছিল। মারা যাবার আগেই অসুস্থতার সময়েই অনেক টাকা তুলে সরিয়ে ফেলেছিল বলে শুনা যাচ্ছে।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
বর্তমানে ব্যাঙ্ক ও সঞ্চয়পত্রের অর্থ নমেনি বাদে অন্য কেউ উঠাতে পারে না।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৯

এমএলজি বলেছেন: যতটা জানি, নমিনি ব্যবস্থাটা ব্যাংকের সুবিধার্থে। নইলে মালিক মারা যাবার পর তাঁর সকল উত্তরাধিকারদের ডাকার একটা দায়বদ্ধতা থেকে যেত ব্যাংকের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.