নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

ফেইসবুকের প্রেমে সাবধানী হউন

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৯

ফেইসবুকের প্রেমে সাবধানী হউন =

মেডিকেলে তৃতীয় বর্ষে পড়ে রুক্সি। বেশ সুন্দরী। তাই, ক্লাসমেটদের কয়েকজন তাকে প্রেমের প্রস্তাব দিয়েও সাড়া পায়নি। রুক্সির ইচ্ছে তার চেয়েও সুন্দর, মানানসই কোন পুরুষের প্রেমে মজবে সে।

কয়েকবছর চেষ্টা করে অবশেষে ফেইসবুক তার সমস্যার সমাধান দিলো। সালমান খানের মতো সুঠামদেহী, আর হৃত্বিকের চেহারার এক দেশি ছেলেকে পেয়ে গেলো ফেইসবুকে। নতুন বন্ধু গাড়ির ব্যবসা করে। ঘনঘন বিদেশ যায়, অনেক টাকা পয়সা। জুয়েল তার নাম। জুয়েলের বাবাও ব্যবসায়ী। বাবার একমাত্র ছেলে। উত্তরাসহ ঢাকার কয়েক জায়গায় প্লট-ফ্ল্যাট আছে, আছে দামি গাড়ি। এই ছেলেকেই তো খুঁজছিলো হবু ডাক্তার রুক্সি।

তিনমাস ফেইসবুকে চুটিয়ে গল্প হলো। অবশেষে জুয়েল আবদার করে বসলো রুক্সি তাকে কতটা ভালোবাসে তার প্রমান দেবার। রুক্সি ভেবে পায়না কিভাবে প্রমান দেবে? শেষে উপায়টা জুয়েলই বাতলে দিলো। তা হলো, প্রথম দর্শনেই স্বামীস্ত্রীর সম্পর্ক গড়ে তুলবে তারা। রুক্সি প্রথমটায় ঘাবড়ে গেলেও জুয়েল তাকে বুঝাতে সক্ষম হলো।

রুক্সি ছাত্রীনিবাসে থাকতো। তাই, পরিবারের কাছে কোথায় থাকে-না থাকে তা নিয়ে বেশি জবাবদিহি করতে হয়না। জুয়েলের আহবানে সিলেটের রিসর্টে গিয়ে তিনদিন তিন রাত কাটিয়ে আসলো।

চতুর্থ দিন ফুরফুরে দেহমন নিয়ে যে যার আবাসস্থলে ফিরে যাবে এমন সময় জুয়েলের মোবাইলে একটা ফোন এলো। ঘটনাক্রমে তখন জুয়েল বাথরুমে, আর ফোনটা রুক্সির হাতে। রুক্সি ফোন ধরে জানতে চাইলো, 'কাকে চাই?'

উত্তর: 'আমার হাসব্যান্ড জুয়েলকে। আপনি কে বলছেন?' ও প্রান্তের কথা শুনে মাথা ঘুরে সেখানেই বেহুঁশ রুক্সি।

[পুনশ্চঃ এটি একটি সত্য ঘটনা। কেবল নাম দুটো পরিবর্তন করা হয়েছে। ]

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবনটা অনেক বিচিত্র
তাই ভালবাসাও পরখ করে নিতে হয়
ভূল করলে বাকি জীবনটায় মাশুল গুনতে হবে ।

................................................................
ঘটনাক্রম দিয়্ই গল্প, নাটক হয় , লি খতে থাকুন

২| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৫৯

ব্লগার_প্রান্ত বলেছেন: খুবই যুগান্তকারী একটি পোস্ট। এই পোস্টটি আমি ভুল করে পড়ে ফেলেছি। জানিনা এখন রাতে ঘুমাতে পারবো কিনা।
লিংকটা ইন্টেরেসটিং, ওখানে কি রুক্সির ফোন নাম্বার দিয়েছেন?

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৪২

এমএলজি বলেছেন: ওখানে লেখকের পরিচয় ও ফোন নম্বর আছে। ধন্যবাদ।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ২:২৯

মেহেদি_হাসান. বলেছেন: সত্যি বলতে এসব পোস্ট পড়লে ডিপ্রেশনে চলে যাই!

৪| ১৬ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:১২

অনল চৌধুরী বলেছেন: অভিজ্ঞতা থেকে দেখেছি,অতি চালাক আর লোভী মেয়েরাই বেশী ফাদে পড়ে।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:০০

স্প্যানকড বলেছেন: এ আর নতুন কিছু না। এমন বহুত দেখছি শেষে ছেলে আরেকজনকে বিয়ে করে মেয়েও আরেকজনকে। মাঝখান দিয়া কয়দিন প্র‍্যাকটিস হইছে আর কি!তবুও যাক আপনার জুয়েল আগে থেকেই বিবাহিত। সাবধান করবেন কারে? শোনার মতো মন দিল থাকলে তো! পরের পর্বে লেইখেন এদের ভিডিও বাজারে আইছে।অনেকে আছে না সখ করে তাদের কামরুপ কামাখ্যা দেহায়। ভালো থাইকেন। শীত কিন্তু বাড়তে পারে !

৬| ১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:১২

রানার ব্লগ বলেছেন: প্রেম সব সময় পবিত্র একে কলুষিত করেছে কিছু নষ্ট মানুষ। শঠতা বা ভন্ডামি যখন ফেইসবুক ছিলো না তখনো ছিলো।

৭| ১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:০০

শাহ আজিজ বলেছেন: খুব সতর্ক যারা তারা এই ফাঁদে পা দেয় না । খোজ খবর নিয়ে তারপর গাঁটছড়া বাধে । অতি আবেগ জ্ঞানশুন্য করে ফেলে বালিকাদের ।

৮| ১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫১

নেওয়াজ আলি বলেছেন: ফেসবুকের প্রেম “মধু মধু হই হই আরে বিষ খাবাইলি”

৯| ১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: হতাশামূলক পোষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.