নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

প্রতারক হতে সাবধান!

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:০৬

প্রতারক হতে সাবধান!

কিছুক্ষন আগে এক ভদ্রমহিলার সাথে কানাডা ইমিগ্রেশন নিয়ে কথা হচ্ছিলো আমার। ঢাকা বনানীতে সুদৃশ্য অফিস খুলে বসা সালাম নামের এক তথাকথিত কনসালটেন্ট নাকি 'ইমিগ্রেশন হয়ে যাবে' এ ধরনের নিশ্চয়তা দিয়ে এই ভদ্রমহিলার ৫০,০০০ টাকা মেরে দিয়েছেন। আসলে সালাম কাজের কাজ কিছুই করেননি। তাছাড়া, 'ইমিগ্রেশন হয়ে যাবে' এ ধরণের নিশ্চয়তা দেয়াও বেআইনি।

কেউ নিজেকে কানাডার ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে পরিচয় দিয়ে টাকা চাইলে কোন প্রকার অর্থ হস্তান্তরের আগে তাঁর পরিচয়টা নিচের ওয়েবসাইট হতে নিশ্চিত হয়ে নেবেন। লিংক: https://iccrc-crcic.ca/find-a-professional/ এটা কোন প্রাইভেট কোম্পানির লিংক নয়, কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনলাইন রেজিস্ট্রি। এখানে নাম না থাকলে উনি ভুয়া। কেবল Last Name লিখে চেক করতে এক মিনিটও লাগে না।

রেজিস্টার্ড কনসালটেন্টের (RCIC) সহায়তা নিলে সুবিধা হলো, চুক্তি পরিপন্থী কিছু ঘটলে কানাডা সরকারের কাছে আপনি তাঁর নামে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে পারবেন। এর যথাযথ তদন্তও হবে।

ধন্যবাদ।

ML Gani, RCIC
https://www.mlgimmigration.com/contact-us

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার তথ্যর জন্য ধন্যবাদ,
............................................
এতে একজনও উপকৃত হলে , তার
কৃতিত্ব আপনার ।

২| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩৯

রাজীব নুর বলেছেন: ওকে।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যাদের ধরা খাবার কথা তারা ধরা খাবেই !!
তারা সাবধান হয় প্রতারিত হবার পরে
এটাই নিয়তি !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.