নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

চাচা একদম চুপ!

০৩ রা ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৩৭

ঢাকা শহরের ঘটনা। দুই বান্ধবী বাসে উঠলো। কলেজে যাবে। একজনের মাথায় হিজাব আছে, আরেকজন পেন্ট-শার্ট পরা। সিট পায়নি বলে দুজনই দাঁড়িয়ে আছে।

তাদের পাশেই সিটে বসা এক মুরুব্বি পেন্ট-শার্ট পরা মেয়েটিকে উদ্দেশ্য করে বললেন, 'এই মেয়ে, মা-বাবা তোমাকে কাপড়চোপড় কেমনে পরতে হয় শেখায়নি? তুমি এসব কী পরছো? কোরান-হাদিস পড়োনি? (অন্য মেয়েকে দেখিয়ে) ওর মতো কাপড় পরতে পারো না?'

ঘটনার আকস্মিকতায় মেয়েটি (পেন্ট-শার্ট) হতভম্ব হয়ে কি বলবে বুঝে উঠতে পারছিলো না। মুহূর্তেই তার বান্ধবী এগিয়ে এসে মুরুব্বীকে জিজ্ঞেস করলো, 'চাচা, আপনি কি হাদিস-কোরান পড়েছেন?'

চাচা: না পড়লে কি এমনি এমনি বলি?

- তাহলে বলেন তো, হাদিস কোরানের কোথায় লেখা আছে সুযোগ পেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকতে?

কোন উত্তর দিতে না পেরে চাচা বলে উঠলেন, 'বেয়াদ্দব মেয়ে কোথাকার! মুখে মুখে কথা বলে!'

সাথে সাথে চাচার পাশেরজন বলে উঠলেন, চাচা উত্তর থাকলে দেন না, প্রশ্নটা তো মন্দ না।

চাচা একদম চুপ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২০ সকাল ৯:২৮

গফুর ভাই বলেছেন: প্রতিবাদ ভালো। দরকার আছে..।

২| ০৩ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০২

এমেরিকা বলেছেন: ঐ চাচাজীর কোন কাজ কাম নাই? এইভাবে বলতে গেলে তো রস্তায় হাঁটা প্রত্যেকটা মেয়েকেই নসিহত করা লাগে। নইলে এইসব মেয়ে দেখে দেখে তো চোখ সয়ে যাওয়ার কথা।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যেমন প্রশ্ন তেমন উত্তর ।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৭

ফয়সাল রকি বলেছেন: কীয়েক্টা অবস্থা :-B

৫| ০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: সমাজে এরকম চাচার সংখ্যা বেশি।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: চাচা একদম চুপ।
ব্যস চুপ মেরে গেলাম!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.