নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

শিক্ষক বটে! =

১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৬

শিক্ষক বটে! =

চট্টগ্রাম কলেজে এক মহানীতিবান জাঁদরেল অধ্যক্ষ ছিলেন। আমি এইচএসসি পড়াকালে তাঁকে অধ্যক্ষ হিসেবে কিছুদিনের জন্য পেয়েছিলাম। আমি পাশ করার স্বল্পকালের মধ্যেই অবসরে গিয়েছিলেন তিনি।

একবার কলেজে বিভিন্ন কক্ষে ঘুরে ঘুরে পরীক্ষার পরিবেশ দেখছিলেন তিনি। তখনকার আমলে ছাত্ররা, এমনকি রাজনীতি করা ছাত্ররাও, শিক্ষকদের যথেষ্ট সম্মান-সমীহ করতো। শিক্ষকরাও নীতি-আদর্শের ব্যাপারে ছিলেন অনেক সচেতন। কাজেই, তিনি পরিদর্শনে বেড়িয়েছেন মানে সবদিকে পিনপতন নীরবতা।

অধ্যক্ষ মহোদয়ের এক কন্যাও সেবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। কন্যা যে রুমে বসে পরীক্ষা দিচ্ছিলেন সে রুমে অধ্যক্ষ মহোদয় ঢুকেই লক্ষ করলেন মেয়েটি পাশের আসনের অন্য এক পরীক্ষার্থীর সাথে ইশারায় কথা বলছেন। হয়তো ভেবেছিলেন, বাবা এসেছেন, কি আর হবে? কিন্তু না, এই বাবা যে সেই বাবা না তা মেয়েটার বুঝতে বাকি ছিল।

অধ্যক্ষ মহোদয় সরাসরি মেয়ের কাছে গিয়ে তাঁর খাতা এবং প্রশ্নপত্র ছিনিয়ে নিলেন। সাথে সাথে কন্যা কান্না করে বাবার পায়ে পড়লেন। কিন্তু, লাভ হলো না। তিনি ওর খাতা এবং প্রশ্নপত্র শিক্ষকের টেবিলে রেখে ওই কক্ষে দায়িত্বরত এক শিক্ষককে নির্দেশ দিলেন পনেরো মিনিট পর মেয়েকে খাতা ফেরত দিতে। তারপর, খুব দ্রুতই কক্ষ ত্যাগ করলেন।

বাংলাদেশে এমন শিক্ষক আজকাল দেখা যায় কি?

[email protected]

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৪

এমেরিকা বলেছেন: হ্যাঁ অবশ্যই দেখা যায়। আমি এরকম স্বপ্ন প্রায়ই দেখি।

২| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: সেই মহান শিক্ষককে অন্তর থেকে সম্মান ও সালাম জানাচ্ছি। নীতির প্রশ্নে যারা আপোষ করেন না, তারা অবশ্যই মহান, তারা প্রাতঃস্মরণীয়।

৩| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৫

কালো যাদুকর বলেছেন: এমন শিক্ষকেরা কোথায় হাড়ালেন?

৪| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১২

চাঁদগাজী বলেছেন:



কোন সাল?

৫| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এখনকার শিক্ষকরা আর আগের মতো নেই।
তারা এখন অনেকটাাই ব্যবসায়ী।

৬| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার বাবা প্রাইমারী স্কুলের শিক্ষক ছিলেন
আমি ছিলাম সেই স্কুলের ছাত্র। এমন পরিস্থিতির
সম্মুখীন কয়েক বার হবার পরে অন্তত তার সামনে
তেমন করার আর সাহস করি নাই।

৭| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: স্যলুট।

৮| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৪৮

তৃণাঙ্কুর আহমেদ বলেছেন: আসলেই নেই এমন শিক্ষক

৯| ১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০০

কবিতা পড়ার প্রহর বলেছেন: এমনই হওয়া উচিৎ।
শ্রদ্ধা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.