নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

সবাই ভাবেন করোনা তাঁকে ক্ষমা করবে =

১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০৩

সবাই ভাবেন করোনা তাঁকে ক্ষমা করবে =

করোনা দেশে বিদেশে অনেক মূল্যবান প্রাণ কেড়ে নিয়েছে ইতোমধ্যে। আমার এক ঘনিষ্ঠও এ তালিকায় স্থান করে নিলেন কয়েকমাস আগে। আমার জানামতে তিনি সৎ সরকারি কর্মকর্তাদের একজন। বাড়তি আয়ের প্রয়োজনে অফিস সময়ের পর বাসায় ফিরেই আবার বেরিয়ে পড়তেন তাঁর নিজস্ব ব্যবসার কাজে। ফ্ল্যাট বেচাকেনায় জড়িত ছিলেন তিনি।

করোনা ভাইরাস ছড়াতে শুরু করলে ঘনিষ্ঠরা তাঁকে নিজস্ব ব্যবসা কিছুটা সংকুচিত করে ঘরে থাকতে পরামর্শ দিতে শুরু করলেন, যদিও ব্যবসায় এতটা জড়িয়ে পড়েছিলেন যে তাঁর পক্ষে চাইলেই ঘরে বসে থাকা সম্ভব ছিল না। তবে, খুব সাবধানতা অবলম্বন করে চলতেন যাতে করোনা কোনোভাবেই তাঁকে আক্রমন করতে না পারে।

আমার এই সুহৃদের ধারণা ছিল করোনা কোনোভাবেই তাঁর এতবড়ো সর্বনাশ করবে না। কিন্তু, একদিন গলাব্যথা, কাঁশি, শ্বাসকষ্ট ঠিকই শুরু হলো। হাসপাতালে নিয়েও শেষরক্ষা হয়নি তাঁর। অবশেষে দুটো শিশু সন্তান আর গৃহিনী স্ত্রীকে একা করে পরপারে পাড়ি জমালেন মাত্র চার কি পাঁচ দিন ভুগেই।

আজতক করোনায় আক্রান্ত যাঁরা হয়েছেন তাঁদের প্রায় সবাই মনে করতেন করোনা তাঁদের এতবড়ো ক্ষতি করবে না। এমন বদ্ধমূল ধারণার বশবর্তী হয়ে আপনি নিজেও যেন নিজের ক্ষতি ডেকে না আনেন। পার্টি করতে মন আঁকুপাঁকু করলে ক্ষনিকের জন্য হলেও ভেবে নিন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানো আমার সেই সুহৃদের অসহায় পরিবারটির কথা!

বর্তমানে বড়ো এক দুঃসময় পাড় করছে মানবজাতি। যে যেখানে আছেন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সকলের জন্য শুভকামনা।
[email protected]

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪১

চির চেনা বলেছেন: করোনা কে অবহেলার দৃষ্টিকোণ থেকে দেখার কোন সুযোগ নেই।
তবে কাজ বন্ধ রাখা বা মেলামেশা বন্ধ রাখার সুযোগ ও নেই।
তবে উদ্যাম পার্টির মত ফালতু মেলামেশা করে সময় ও অর্থের অপচয়ের মত কাজ বা মেলামেশা এমনিতেই তো অহেতুক।
কিন্তু কাজ কর্ম চালিয়ে যেতে হবে।স্বাভাবিক জীবনকেই এর অপশন হিসেবে বেছে নিতে হবে।
স্বাস্থ্যসম্মত খাবার এবং স্বাস্থ্যসম্মত জীবন বেছে নিতে পারলে করোনা যুদ্ধে ভালো যোদ্ধা হওয়া সম্ভব।
কিন্তু কেউই এই ব্যাপারটায় গুরুত্ব দেয় না।
সবাই ভেকসিন নিয়ে বা অন্য কিছু নিয়ে ব্যস্ত।
ভেকসিন লাগবে,তাতে সন্দেহ নাই।কিন্তু এ ছাড়াও যে ভালো হওয়ার রাস্তা আছে সেই আলোচনা নেই বলেই চলে।
কে কোন ঔষধ খাবে এটার লিস্ট করা বাদ দিয়ে,প্রাকৃতিক স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের মাধ্যমে ইমিউন সিস্টেম কে স্ট্রং করার কোন বিকল্প নেই।
কু অভ্যাস এবং বাজে খাবার ত্যাগের কোনই বিকল্প নেই।
ধন্যবাদ আপনার পোস্টের জন্য।
অবশ্যই এটাকে হেলা করার সুযোগ নেই।

২| ১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরের মানুষজন মনে করেন, তাদের করোনা হবে না।
আবার কেউ কেউ ভাবেন এটা শুধু ধনীলোকদের হয়।
কাউকে বুঝাতে গেলে বলে, এখন পর্যন্ত করোনায় কোনো দরিদ্র লোক মারা যায় নি।

৩| ১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমাদের সবারই উচিত আরো সাবধানে থাকা।
করোনা আমাদের জন্য ভয়ংকর হতে পারে।

৪| ১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৪৮

শাহ আজিজ বলেছেন: মাস্ক পরুন , হাত ধুয়ে ফেলুন , ভিড় বা পার্টিতে যাবেন না ।

আপাতত এই তিনটিই প্রধান কাজ হওয়া উচিত আমাদের ।

হাত ধোয়ার উপর সবচে বেশি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা কারন হাত থেকে ভাইরাস মুখে এবং নাকে যাচ্ছে প্রধানত।

৫| ১১ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: ক্ষমা মহত্বের লক্ষণ। করতে পারে। আশা ছাড়বেন না।

৬| ১১ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৩

ঢাবিয়ান বলেছেন: আর কয়েকতা মাস একটু ধৈর্য ধরে সাবধানতা মেনে চলতে হবে । আগামী বছরের এপ্রিল নাগাদ আশা করা যাচ্ছে যে ফাইজারের ভ্যকসিন এসে যাবে

৭| ১১ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পের অদক্ষতা ও গর্দভগিরির ফলে, আমেরিকানদের এক বিশাল অংশ করোনাকে সিরিয়াসলী না নেয়ায়, আমেরিকা ভয়ংকর মুল্য দিয়েছে; শেখ হাসিনার সরকারের অদক্ষতার কারণে, বাংলাদেশের অনেক পরিবার তাদের আয়ের মানুষকে হারায়েন ও অনেক সরকারী লোকজনও প্রাণ হারায়েছেন।

৮| ১১ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

জুন বলেছেন: আমার ছোট জা ও এমনটাই ভাবতো। তার মূল্য চোকাতে হয়েছে অল্প বয়সে জীবন দিয়ে।

৯| ১২ ই নভেম্বর, ২০২০ রাত ১২:০৫

করুণাধারা বলেছেন: সবাই ভাবেন করোনা তাকে ক্ষমা করবে!!

আমার পাশের ফ্ল্যাটের প্রতিবেশী তার মেয়ের মেহেদী, গায়ে হলুদ, বিয়ে বৌভাতের দাওয়াত দিয়েছেন। বলেছি যাবনা। কিন্তু তারা এত নিশ্চিন্তে থাকেন কীভাবে জানিনা। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.