নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তৌকিরদের যেতে দিন =
গুণী অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ ও বিপাশা দেশ ছাড়ছে দেখে অনেকে ফেইসবুকে বিলাপ করছেন। আমি এর কোন যৌক্তিক কারন দেখিনা। বুয়েট সূত্রে তৌকির আমার অনুজপ্রতিম বন্ধু। সে কারণেই ছাড়ছেন না লিখে ছাড়ছে লিখেছি। এছাড়াও আনিসুল হক, শাকুর মজিদ, অপি করিম, নির্ঝর ভাই, .. এরাই সবাই সাবেক বুয়েটিয়ান, এবং আমাদের সমসাময়িক।
ইন্টারনেটের কারণে পুরো বিশ্বই আজ একটি বড়ো গ্রাম। তাই, এ যুগে কে কোন দেশে বসবাস করলো তা বড় বিষয় নয়। দেশপ্রেম থাকলে যে কেউ যে কোন অবস্থান হতে দেশের জন্য কাজ করে যেতে পারেন। যেমন, আমি দেশ ছেড়েছি অনেক তরুণ বয়সে। তারপরও দেশ নিয়ে আমি যতটা ভাবি আমার অনেক বন্ধু দেশে বসবাস করেও ততটা ভাবে না, বা পরিবেশের কারণে ভাবতে পারেনা।
আমার চেনাজানা অনেক প্রবাসী বাংলাদেশের জন্য বিদেশে বসে যা করে যাচ্ছেন আমি শতভাগ নিশ্চিত, দেশে বসবাস করলে তারা তা পারতেন না। প্রকৃত দেশপ্রেমী ও গুণীদের মূল্যায়নের সংস্কৃতি দেশে তৈরী হয়নি; হবে কিনা তাও নিশ্চিত করে বলা যায় না। কারণ, স্বাধীনতার অর্ধশত বছর পরও দেশ আজও সত্যিকারের গণতন্ত্রের মুখ দেখেনি; দুর্ভাগ্য আমাদের! দেশে যা চলছে তা গণতন্ত্রের নাটক; একে গণতন্ত্র বললে গণতন্ত্রের অসম্মান হয়।
আমাদের মতো নগন্য নাগরিকের কথা না হয় বাদই দিলাম। প্রধানমন্ত্রীপুত্র জয় সাহেব কি আমেরিকায় বসে দেশের জন্য কাজ করছেন না? তাঁর সহোদরা পুতুলও তো কানাডার টরোন্টোতে বসে অনেককিছু করছেন! আমরা সবাই পারলে তৌকির-বিপাশা পারবে না কেন? তাই বলি, যেতে চাইলে ওদের যেতে দিন।
আমার পক্ষ হতে এ পরিবারটির জন্য শুভকামনা।
[email protected]
২| ০৪ ঠা নভেম্বর, ২০২০ সকাল ৮:১১
মরুর ধুলি বলেছেন: যে যতো কান্না মায়াকান্না (আপনার মতে) করে থাকুক না কেন, উনারা যেতে চাইলে কেউ বেধে রাখতে পারবেন না।
দেশ ত্যাগের উদ্দেশ্য যদি ভাল হয় তবে তাতে মন্দ কিছু নাই। সকল প্রবাস গমনেচ্ছুদের জন্য শুভকামনা ও আজীবন সুস্থতা কামনা করি। সেই সাথে আপনার জন্যও রইল অনেক শুভকামনা।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০২০ সকাল ৯:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যারা দেশের বাইরে চলে যায় তারা ২টা উপকার করে।
দেশের বেকারদে জন্য একটি পদ ( কাজ) ছেড়ে দিয়ে যায়। যেখানে অন্য এ্কটি বেকার লোক কাজ করতে পারবে।
তারা দেশে টাকা পাঠাবে। যেটা দেশের কাজে লাগবে।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০২০ সকাল ১১:৩১
সাগর শরীফ বলেছেন: যতক্ষণ না দেশ ছাড়ছেন সে পর্যন্ত ওনারা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। সোজা হিসাবে ক্রাইম ছাড়া আর সবই করার অধিকার রাখেন।
০৫ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:১৪
এমএলজি বলেছেন: ভাই, একটা স্বাধীন দেশের নাগরিক যদি স্ত্রী-কন্যা নিয়ে নিজের ঘরে রেপিস্টদের ভয়ে নিশ্চিন্তে ঘুমাতে না পারেন তবে সে স্বাধীনতার মূল্য কি?
৫| ০৪ ঠা নভেম্বর, ২০২০ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: সহমত।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এখানে বিলাপের কিছু নেই সুযোগ পেলে সবাই সুযোগের ব্যবহার করে তারাও করেছে; সবারই নিজেদের ভালোমন্দ দেখার অধিকার আছে, সে মতে তারা যদি ভাবেন বিদেশ গেলে তাদের ভালো হবে তাহলে তারা যেতেই পারেন।
৭| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
স্যার,
আপনার উচিত সবার মন্তব্যের জবাব দেয়া।
এটা আসলেই করা দরকার।
০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৩:০৭
এমএলজি বলেছেন: ভাইজান, স্যার শুনতে ভালো লাগে না, ভাই বলুন।
৮| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩০
রানার ব্লগ বলেছেন: অনেক কষ্টের সাথে বলতে হচ্ছে আমারো ইচ্ছে হয় দেশ ছেরে চলে যাই, কিন্তু সামর্থ নাই তাই পারি না, সামর্থ থাকলে ঠিকি চলে যেতাম, কেউ যদি বলে আমি রনক্ষেত্র চেড়ে পালাতে চাওয়া সৈনিক তিনি সঠিক বলবেন, যে রণক্ষেত্র গিরগিটির মত রঙ বদলায় সেই রনক্ষেত্রে একজন সৈনিক আর যাই পারুক যুদ্ধ করতে পারে না।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০২০ সকাল ৭:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ওই সব দেশে গিয়ে দেশের জন্য আরো বেশী করে কাজ করা সম্ভব।
দেশে থাকার পরিবেশ দিনে দিনে কঠিনতর হয়ে যাচ্ছে।
আফসোস!