নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে ভুল বুঝার আগে দশবার ভাবুন =
কয়েকদিন আগের এক ঘটনা। এক ক্লাইয়েন্টের সাথে ফেইসবুক মেসেঞ্জারে কানাডা ইমিগ্রেশন বিষয়ে কথা বলছিলাম। তিনি আমাকে নব্বই ডলার পে করে কথা বলার শিডিউল নিয়েছেন। স্বভাবতঃই, আমি তাঁর সাথে কথা বলার ফাঁকে অন্য কারো সাথে চ্যাট করতে পারিনা।
এই ক্লাইয়েন্টের সাথে কথা শুরুর মিনিট পাঁচেকের মধ্যে ফেইসবুকে একটিভ দেখে দেশ থেকে একজন আমাকে মেসেজে সালাম জানালেন। কথায় ব্যস্ত বলে আমি তাতে নজর দিলাম না। এই তিরিশ মিনিটে তিনি কিছুক্ষন পরপর তিনবার সালাম জানিয়ে শেষে লিখলেন, ভাই, এতটা কমার্শিয়াল হলে কি চলে? টাকা ছাড়া সালামও কি নিতে হয় না?
বুঝুন এবার আমার মনের অবস্থা! তাই বলি, কাউকে ভুল বুঝার আগে দশবার ভাবুন।
ML Gani, RCIC/ [email protected]
২| ০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ৮:৪৫
রাশিয়া বলেছেন: আপনার অন্তত বিজি ইমো দেয়া দরকার ছিল।
০৫ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:১৮
এমএলজি বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০২০ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: ওকে। আমি ভুল বুঝার আগে দশ বার ভেবে নিব।