নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

Misrepresentation কি?

২২ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৮

আমাকে এক ইমিগ্রেশন প্রত্যাশী ফোন করলেন আজ। তিনি এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল খুলে কিছুদিন আগে ইনভাইটেশন টু এপ্লাই বা, আইটিএ পেয়েছেন কানাডার ইমিগ্রেশন অফিস হতে। তার মানে তিনি এখন পিআর বা, পার্মানেন্ট রেসিডেন্ট হবার আবেদন দাখিল করার উপযুক্ত বিবেচিত হয়েছেন।

নিঃসন্দেহে, তাঁর জন্য এ এক আনন্দের সংবাদ। কিন্তু, বিপত্তি ঘটে গেছে অন্যখানে। তিনি বছর পাঁচেক আগে কানাডায় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছিলেন। এ তথ্যটি এখন পর্যন্ত তিনি কানাডার ইমিগ্রেশন অফিসে জানাননি, বা বলা চলে, লুকিয়েছেন। ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করেছেন এখন তাঁর করণীয় কি জানতে।

উনি যা করেছেন তা ইমিগ্রেশনের ভাষায় মিসরিপ্রেসেন্টেশন। এটা ভুল বলে স্বীকার করে সংশোধনের উদ্যোগ নেয়া যেত আইটিএ পাবার আগে, পরে নয়। আমি তাঁকে সরাসরি জানিয়ে দিলাম, তাঁর পিআর আবেদন প্রত্যাখ্যাত হবার সম্ভাবনা নিরানব্বই শতাংশ। এছাড়া তিনি পাঁচ বছরের ব্যান'এর মুখোমুখিও হতে পারেন।

আপনাদের মধ্যে যাঁরা কানাডা ইমিগ্রেশনের আবেদন করছেন তাঁরা মিসরিপ্রেজেন্টেশনের বিষয়টি মাথায় রাখবেন। মনে রাখবেন, মিসরিপ্রেনজেন্টেশন দুভাবে হতে পারে: এক) ভুল তথ্য পরিবেশন করে; দুই) উদ্দেশ্যমূলকভাবে গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে।

ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ২:৫৭

রাজীব নুর বলেছেন: আপনি কি কানাডা থাকেন?

২৩ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:১৪

এমএলজি বলেছেন: জি। কানাডায় প্রায় বিশ বছর।
আমি হাতেগোনা কয়েকজন বাঙালি কানাডিয়ান ইমিগ্রেশন কন্সাল্টেন্টদের একজন।

২| ২৩ শে অক্টোবর, ২০২০ ভোর ৪:৪৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: @ রাজীব নুর,আবার জিগায়!

২৩ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:১৫

এমএলজি বলেছেন: ধন্যবাদ।

৩| ২৩ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৩১

জনৈক অপদার্থ বলেছেন: আমার ছোটভাই ম্যাকগিলে অনলাইনে ক্লাস করছে। ক্লাস অফ ২০২০। আমারও ইচ্ছে কানাডায় একটা সময়ে চলে যাওয়ার। আমার CFA Level two এক্সাম সামনে। যদি এরকম প্রোফেশনাল এক্সামে পাস থাকে, কানাডায় অভিবাসনে কি সুবিধা পেতে পারি কি?
নেক্সট ইয়ারে আপনাকে এ নিয়ে ডিটেইলসে মেইল করব, পেইড কন্সাল্টেন্সি পেতে আগ্রহী তখন। ভালো থাকবেন

২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩৯

এমএলজি বলেছেন: ঠিক আছে। ধন্যবাদ।
[email protected]

৪| ২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই পোস্টটি খুবই উপকারী একটি পোস্ট হয়েছে।
বিশেষ করে ইমিগ্রেশন প্রত্যাশীদের ক্ষেত্রে এটি কাজে লাগতে পারে।

২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৮

এমএলজি বলেছেন: ধন্যবাদ।

৫| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৪২

কূপমণ্ডূক বলেছেন: এটা নিশ্চয় চ্যারিটি না, ফর প্রফিট! সামু-ব্লগার-ক্যানাডা-প্রবাসীরা ইমিগ্রেশন প্রত্যাশীদের অনেকভাবে হেল্প করে শুনেছি। সবাই কি ফর প্রফিট! আপনাদের ফিস কেমন!

২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৭

এমএলজি বলেছেন: লাইসেন্সড প্রফেশনাল ছাড়া সাধারণের কাছ থেকে ইমিগ্রেশন পরামর্শ নেয়া অনুচিত। কারণ, ইমিগ্রেশনের ক্ষেত্রে অনেক সময় ভুলত্রুটির মাশুল দিতে হয় অনেক বড়; যেমন, ৫ বছরের ব্যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.