নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আদরের নামে শিশুদের গালে গভীর চুম্বন, হালকা কামড় (playbite), গাল ধরে টানাটানি, দৃষ্টিকটুভাবে (লুঙিপড়া অবস্থায়!) কোলে বসিয়ে রাখা, ছবি তোলা বা আদরের নামে কম বয়সী মেয়েদের নিজের সাথে ঠেসে ধরা, ইত্যাদি যৌন হয়রানি বাংলাদেশে নিয়মিতই চোখে পড়ে।
এভাবে, শিশুরা অনেকসময় নিজের অজান্তেই ধর্ষিত হয়। তাই, তাদের কিছুটা বোধশক্তি হলে (যেমন, ক্লাস ফাইভ বা সিক্স’এর ছাত্র/ছাত্রী) স্কুলেই আপত্তিকর শরীর স্পর্শের বিষয়ে জ্ঞান দেয়া, এবং এধরনের পরিস্থিতিতে তাদের করণীয় কি তা শিখিয়ে দেয়া উচিত।
উন্নতদেশের স্কুলগুলোতে শিশুদের এসব বিষয়ে শিখিয়ে দেয়া হয়। বাংলাদেশেও এ ব্যবস্থা চালু করা উচিত মনে করি।
[email protected]
২৭ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:২৬
এমএলজি বলেছেন: মা-বাবা বাচ্চার সাথে অতটা ফ্রি নাও হতে পারেন।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ৩:১৫
রাজীব নুর বলেছেন: এই শিক্ষা স্কুল নয় পরিবার থেকেই দিতে হবে।