নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কানাডার এক ডাক্তারের সাথে আলাপ হলো খানিক আগে। তাঁর দেয়া একটি তথ্যে ভীষণ ভড়কে গেলাম।
মাত্র তিরিশ বছরের এক যুবক করোনা আক্রান্ত হয়ে তাঁদের হাসপাতালে এসেছিলেন। বেশ কিছুদিন ভোগার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে, বাড়ি ফিরলেও তাঁর অবস্থা আগের মতো নেই। সংক্রমণ রোগীর হার্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিলো। তার মানে, হার্টও ক্ষতিগ্রস্থ হয়েছে। এ অবস্থায় ডাক্তাররা ধারণা করছেন এই রোগী বড়োজোর আর পাঁচ বছর বাঁচতে পারেন। যুবকের স্বজনকে বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে। তাঁরাই রোগীকে ধীরে ধীরে সত্যটা জানিয়ে দেবেন।
ডাক্তার এ ও বলেছেন, যাঁদের সিস্টেম কম্প্রোমাইজড হয়ে গেছে, মানে, ডায়াবিটিজ, ব্লাড প্রেসার, ইত্যাদি, মেডিকেশন ছাড়া নিয়ন্ত্রণে থাকে না, তাঁরা যেন করোনার ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেন।
২| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৭
জাহিদ হাসান বলেছেন:
৩| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: আহারে----
৪| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৪
একাল-সেকাল বলেছেন:
তাহলে কি বলা যায়, করোনা প্রাকৃতিক না, ইহা মনুষ্যসৃষ্ট বাণিজ্যিক ধারনার ফসল। ঠিক কম্পিউটারের এন্টিভাইরাস এর ন্যায় !!
৫| ১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৪
করুণাধারা বলেছেন: ভয়ানক তথ্য। এটা জানা ছিল না। জানতাম কমবয়সীরা পুরোপুরি সেরে ওঠে।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৬
শাহ আজিজ বলেছেন: ১৬ মার্চ আমার ডায়াবেটিক ডাক্তার মাস্ক , গ্লাভস পরে আমার রিপোর্ট দেখে একটি কথাই বলেছিলেন " ডোন্ট টেক এনি রিস্ক" । মার্চেই আমি জেনে গেছি একজন করোনা সেরে ওঠা মানুষ বাকি জীবন ফুসফুসের ঝামেলায় ভুগবেন । তাকে অসুধের উপর জীবন কাটাতে হবে । ওষুধ কোম্পানিগুলো প্রস্তুত নতুন ফরমুলা তৈরিতে ।