নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধুর জারি করা অর্ডার নম্বর ১১৪

১২ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:০৩

বঙ্গবন্ধুর জারি করা অর্ডার নম্বর ১১৪:

'সকল পত্রের প্রাপ্তি স্বীকার করিতে হইবে।
সচিব হইতে অধস্তনরা ৭২ ঘণ্টার মধ্যে সকল ফাইল ডিসপোজাল করিবেন।
ফাইল আনা-নেয়ায় পিয়ন ব্যবহার করা যাইবে না।
সংশ্লিষ্ট কর্মকর্তারা ফাইল আনা-নেয়া করিবেন।’
- তাঁর স্মৃতির সম্মানার্থে এমন আদেশ আবার জারি করা যায় না?

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষ দায়িত্ববান হলে কোন অধ্যাদেশের দরকার পরে না।
মানুষ এখন নির্বোধ।

২| ১২ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:৪৯

শফিউল আলম চৌধূরী বলেছেন: ড্রাইভিং লাইসেন্স করানোর দরকার; পরীক্ষা দিলাম। পরীক্ষার সেন্টার থেকে বের হয়ে ফিস জমা দিলাম। ৩০ মিনিটের মধ্যে ড্রাইভিং লাইসেন্স রেডি।

নতুন চাকরীর জন্য পুলিশ ক্লিয়ারেন্স দরকার। প্রতিষ্ঠান থেকে একটা চিঠি দিলো। চিঠি হাতে নিয়ে পুলিশ স্টেশনে গেলাম। ফিঙ্গার স্ক্যান করলাম। পাশের রুম থেকে বড় কর্তার সই নিয়ে অফিস থেকে বের হলাম। পুরো কাজ প্রসেস করতে ৩মিনিটেরও কম সময় লেগেছে।

বাসায় ফোন কানেকশন ও ফোনের মাধ্যমে ইন্টারনেট নিবো। ৯০০ তে সাবস্ক্রিপশন কোড পাঠালাম। ঘন্টা দুয়েকের মধ্যে একজন কল করলো, আইডি ভেরিফাই করলো। পরদিন এসে কানেকশন দিয়ে গেলো। ২মাস ব্যবহারের পর ভালো লাগছে না জানালাম, ২০ মিনিটের মধ্যে কানেকশন ডিএ্যাক্টিভ।

৫জি কানেকশন নিবো, মডেমের দামই প্রায় ৫০হাজার টাকা। শুধুমাত্র একটা ফর্ম ফিলআপ; ১০ মিনিটের মধ্যে মডেম সহ কানেকশন নিয়ে বাসার পথে। এক পয়সা ডিপোজিট করার দরকার পড়ে নাই!
---------------------------
বিদেশের মাটিতে বসে এই সব সুবিধা পাই। দেশের মাটিতে সরকারী অফিসে গেলে মনে হয় যেন হাজত খানায় ভরছে, কোন বড় অপরাধের দায়ে :(

৩| ১২ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৩৫

রাশিয়া বলেছেন: করা যায়, যদি এসব কাজে ইমেইল বা অনলাইন অথোরাইজেশন সিস্টেম ইউজ করা যায়।

৪| ১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

৫| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২৪

একাল-সেকাল বলেছেন:
তাঁর সৃতিতে বর্ষ পালন করা যায়, কর্ম নয়। এটাই সমস্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.