নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

ছাগল নাচে খুঁটির জোরে =

০৯ ই অক্টোবর, ২০২০ ভোর ৪:১৫

ঘটনাটি অনেক আগের। দেশে আমি তখন একটা সরকারি প্রতিষ্ঠানে কাজ করি। চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এলাকায় 'বনফুল' নামের মিষ্টির দোকানের সামনে দিয়ে কোথায় যেন যাচ্ছিলাম। ড্রাইভার অফিসের গাড়ি চালাচ্ছেন। আমি তাঁর পাশের সীটে বসা।

'বনফুল'-এর বেশ বড়ো শো রুম খোলা হয়েছে। চট্টগ্রাম শহরে সম্ভবত ওটাই সবচেয়ে বড়ো মিষ্টির দোকান সে সময়। দোকানটির সামনে গাড়িটি দাঁড় করিয়ে ড্রাইভার সাহেব আমাকে বললেন, 'স্যার, একটু বাথরুম করে আসি।'

মিনিট দশেক পর সুদৃশ্য এক প্যাকেট মিষ্টি নিয়ে ড্রাইভার ফিরলেন। আমার দিকে প্যাকেটটি এগিয়ে দিয়ে বললেন, 'স্যার, আপনার জন্য।'

ঘটনার আকস্মিকতায় আমি তো অবাক! ড্রাইভারকে বললাম, 'আমার জন্য আবার মিষ্টি কিনতে গেলেন কেন? লাগবে না, এটা ফেরত দিয়ে আসুন।'

- 'স্যার, আপনার কথা বলায় ওরাই আমাকে দিয়েছে।'

- 'সর্বনাশ, আমার কথা ওদের বলতে গেলেন কেন?'

একটু পটভূমি দিলে কাহিনী বুঝতে সুবিধা হবে পাঠকের। আমি তখন সরকারের 'ইমারত নির্মাণ বিধিমালা' বাস্তবায়ন কমিটির (অথোরাইজেশন কমিটি বলেই দেশে পরিচিত) অন্যতম সদস্য। তারমানে, বনফুলের এ নতুন ভবনটি বিধি মেনে নির্মাণ করা হয়েছে কিনা তা দেখার এখতিয়ারও আমার ছিল। বাকিটা আপনারাই বুঝে নিন।

যাক, মিষ্টির বাক্স খুলে আমি কেবল একটি মিষ্টি সেদিন খেয়েছিলাম। নইলে, ড্রাইভার সাহেব মন খারাপ করতেন। বাকি মিষ্টিগুলো ড্রাইভার সাহেবকে তাঁর বাসায় নিয়ে যেতে বলেছি।

বলা বাহুল্য, সরকারি অফিসারদের গাড়ির ড্রাইভার সাহেবরা সংশ্লিষ্ট অফিসারদের আশ্রয়-প্রশ্রয়েই একসময় মহীরুহ হয়ে উঠেন। ছাগল নাচে খুঁটির জোরে অবস্থা আরকি!

চাকুরীতে এ ধরণের কিছু বিষয় মাঝেমাঝেই বিব্রত করতো আমাকে। অবশেষে এক শুভক্ষণে চাকুরীতে ইস্তফা দিলাম।

[email protected]

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:২৭

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ প্রশয় পেয়ে অনেক ধরনের বিব্রতকর পরিস্হিতিতে ফেলেন উনারা।

২| ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:০৪

জগতারন বলেছেন:
বলা বাহুল্য, সরকারি অফিসারদের গাড়ির ড্রাইভার সাহেবরা সংশ্লিষ্ট অফিসারদের আশ্রয়-প্রশ্রয়েই একসময় মহীরুহ হয়ে উঠেন। ছাগল নাচে খুঁটির জোরে অবস্থা আরকি!

একসময় মহীরুহ হয়ে উঠেন।
না লিখে;
'একসময় সাঙ্ঘাতিক হয়ে উঠে।'
লিখলে ভালো হতো।

লেখকের বক্তব্যের সাথে সহমত পোষণ করি।

৩| ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আগে বলা হতো যে দারোগার চেয়ে দারোগার মাঝির দাপট বেশী থাকে। সরকারী ক্ষমতাপ্রাপ্ত লোকদের আসলে অনেক ক্ষেত্রে লোভ সংবরণ করা কঠিন হয়ে পরে। তবে আপনি পেরেছেন বলেই শেষ পর্যন্ত চাকরী ছেড়ে দিয়েছেন। সরকারি অনেক অফিসে কিছু করতে হয় না শুধু মাসের শেষে প্যাকেটটা গ্রহণ করলেই চলে। সব কিছু সিস্টেম করা থাকে। শুধু কষ্ট করে নিলেই হয়। এই লোভ খুব কম লোকই সংবরণ করতে পারে।

৪| ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৫২

শাহ আজিজ বলেছেন: তো সেই ই ই ই ই ড্রাইভার কি বড় দালান হাকিয়ে সালামকে টেক্কা দিতে পেরেছে ?


খোজ নিন না !

৫| ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:১৫

রাজীব নুর বলেছেন: সরকারী চাকরি ছেড়ে দিলেন!!!!

৬| ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৯

শেরজা তপন বলেছেন: সরকারী চাকরি ছেড়ে দিলেন!!!! @ রাজীব নুরের আফসোসটা আমাকে সংক্রামিত করল :)

৭| ০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৮

নেওয়াজ আলি বলেছেন: তবুও চাকরী ছেড়ে দেওয়া ঠিক হয়নি

৮| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৯

ডার্ক ম্যান বলেছেন: সেই মিষ্টির দোকান এখনো আছে।
আপনার অফিস কি আগ্রাবাদ ছিল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.