নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে........

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

মেহবুবা

মেহবুবা › বিস্তারিত পোস্টঃ

নীল পাখী

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৩৭


এই সেই দুই পাখী
নীল কোমল পাখী
নীরব চোখে
বেদনার রঙ আঁকে
জীবনের শূন্যতায়
ঘরের অন্ধকার
রুক্ষতা ঢেকে রাখে।

নীল পাখী আমার
বিশাল আকাশের নীচে
ধূসর আলো গায়ে মেখে
ঠিক সন্ধ্যার আগে
ডানার আড়ালে
অজস্র শব্দ লুকিয়ে রাখে,
নীল অবুঝ পাখী আমার।




(আঁকা ছবি পেলাম অন্তর্জালের অনুগ্রহে, ছবিটা এত ভাল লেগে গেল যে স্বতঃস্ফূর্ত কবিতা ধরা দিল এসে)

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৮

খায়রুল আহসান বলেছেন: 'নীল কোমল পাখি' দুটো সত্যিই খুব সুন্দর। কবিতাটাও।

"নীরব চোখে
বেদনার রঙ আঁকে"
বেদনার ভারে
অপলক চেয়ে থাকে!

কবিতায় ভাললাগা। + +

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪৪

মেহবুবা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
এমন সুন্দর করে ছবি কিভাবে আঁকতে পারে কোন মানুষ!

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৭

জগতারন বলেছেন:
সুন্দর কবিতা।
কবির প্রতি অভিন্দন।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৪

হাবিব বলেছেন: ছবি দুটি বাস্তব মনে হয়।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৪

শেরজা তপন বলেছেন: হালকা চালে লেখা - ভাল লাগল আপু

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৩৯

ইসিয়াক বলেছেন: কবিতা ও পাখির ছবি ।খুব সুন্দর। খুব ভালো লাগলো। ছোট্টবেলায় বইয়ে আঁকা পাখির ছবিগুলোর কথা মনে পড়ে গেল।

ভালো থাকুন। শুভকামনা রইলো।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩৬

জুল ভার্ন বলেছেন: চমতকার!

৮| ০৯ ই অক্টোবর, ২০২১ রাত ৮:২৬

চাঙ্কু বলেছেন: নীল পাখির কথা শুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা মনে পড়ে গেল, আপু। আগে শীতকাল আসলে শুধু পাখি দেখতে জাহাঙ্গীরনগর যেতাম!

নীল পাখি যে এইরাম অজস্র শব্দ লুকিয়ে রাখে, তার স্টোরেজ ক্যাপাসিটি কত? :-*

৯| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১০:০৫

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম ৫টি পোস্টে আমি ৫ টি মন্তব্য রেখে এসেছিলাম, ৬ বছর আগে। তার মধ্যে একটিমাত্র মন্তব্য আপনি দেখেছেন এবং জবাব দিয়েছেন। বাকি চারটি মন্তব্য হয়তো দেখেনই নাই।
আশাকরি, একটু সময় করে একবার মন্তব্যগুলো দেখে আসবেন। জবাব দিতেই হবে, এমন তো কোন কথা নেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.